ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence Case) মামলায় আরও একটি চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। এই নিয়ে তিনটি চার্জশিট জমা পড়ল। বিজেপি বুথ সভাপতি মিঠুন বাগদি খুনের ঘটনায় চার্জশিট জমা পড়েছে। পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। ৩ জন জেল হেফাজতে আছে। ২ জন আপাতত জামিনে মুক্ত।
উল্লেখ্য গত শুক্রবারই বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের ঘটনায় বারাকপুর আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। তাতে ৫ জনের নাম রয়েছে। এটি হল ভোট পরবর্তী হিংসা মামলার দ্বিতীয় চার্জশিট। বীরভূমের বাসিন্দা মনোজ জয়সওয়ালের মৃত্যু মামলায় প্রথম চার্জশিট দাখিল করা হয়েছে। গত ১৪ মে মনোজকে খুনের অভিযোগ ওঠে।
উল্লেখ্য, জগদ্দলে বিজেপি কর্মীর নিহত মা শোভারানি মন্ডলের বাড়িতে আবারও যান তদন্তকারীরা। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ আরও একবার খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি মন্ডল পরিবারের যাঁরা সিবিআই আফিসে যেতে পারেননি, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভির ফুটেজ যাঁদের দেখা যাচ্ছিল, তাঁদের মধ্যে চেনা ক’জন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় Partha Chatterjee -কে ফের তলব সিবিআইয়ের
ভোট পরবর্তী হিংসার ঘটনায় বাড়েছে মামলার সংখ্যাও। আরও ৩ টি এফআইআর রুজু করেছে সিবিআই। মামলার সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। নতুন ৩টি মামলার মধ্যে ১টি নদিয়া জেলা ও ২টি উত্তর২৪ পরগনার। নদিয়ার চাপড়ায় খুনের মামলায় এদিকে ধৃত ৪ জনকে রাতভর মুখোমুখি বসিয়ে জেরা করেছে সিবিআই।
অন্যদিকে, ভোট পরবর্তী হিংসায় যুক্ত কলকাতা পুরসভার ২০ জন কো-অর্ডিনেটর। এই অভিযোগ তুলে হাই কোর্টে বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে নতুন করে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করলেন এক আইনজীবী। আবেদনকারীর দাবি, ভোট পরবর্তী হিংসার ঘটনায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এই ২০ কো-অর্ডিনেটর। তাই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিক আদালত।
আরও পড়ুন: শুরুর আগেই ধাক্কা! ‘দুয়ারে রেশন’-এর বিরুদ্ধে হাইকোর্টে ডিলাররা