The possibility of scattered rain in South Bengal today, will there be any relief from the heat?

আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা, গরমের হাত থেকে রেহাই মিলবে কি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গরমে নাজেহাল মানুষ। রাজ্যের প্রায় প্রত্যেকেই চাইছেন বৃষ্টি হোক। মনে করা হচ্ছে শনিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। তবে এর ফলে গরম থেকে রেহাই মিলবে, এমন আশা করা যাচ্ছে না।

গরমের বিকেলে কালবৈশাখী হওয়া দস্তুর। যত বেশি গরম পড়বে, কালবৈশাখীর সম্ভাবনা তত বাড়ে। কিন্তু এ বার গরম ক্রমশ বেড়ে গেলেও মার্চে একটাও কালবৈশাখী পায়নি দক্ষিণবঙ্গ। এর প্রধান কারণ হল অনুঘটক হিসেবে ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতি। এই দুটোর কোনো একটা থাকলেও ঝড় তৈরি হয়ে যেত ছোটো নাগপুর মালভূমি অঞ্চলে, যা এগিয়ে আসত কলকাতার দিকে।

এ সবের অবশ্য কোনো বালাই নেই এখন। বৃষ্টির নজর ঘুরিয়ে নিয়েছে উত্তরবঙ্গের দিকে। সেখানে আগামী দিনে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা। ফলে দক্ষিণবঙ্গে গরম বেড়েই চলেছে। ইতিমধ্যেই চল্লিশ পেরিয়ে গিয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের কিছু জায়গার পারদ। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তা বলে এ দিকে কি একদমই বৃষ্টি হবে না?

আরও পড়ুন: Rampurhat Massacre: ভাদুর ধান্দার বখরা পেতেন অনুব্রত, আইসি: দাবি নিহত নাজমা বিবির স্বামীর

একেবারে হতাশ হওয়ারও কিছু নেই। কারণ শনিবারই সম্ভবত ঝড়বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। তবে তা হবে একেবারেই বিক্ষিপ্ত। গত কয়েকদিনের প্রবল গরমের কারণে এ দিন দুপুরের পর পশ্চিম মেদিনীপুরের ওপরে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এমনই জানিয়েছেন বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা। সেই মেঘ থেকেই বৃষ্টি হতে পারে।

তবে কলকাতা সেই বৃষ্টির রেশ কতটুকু পাবে, বা আদৌ পাবে কি না, সেই নিয়ে পূর্বাভাস এখনই করা সম্ভব নয়।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমিও পারব’, দার্জিলিঙে দোকানে ঢুকে নিখুঁত মোমো তৈরি করলেন মমতা,

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest