Site icon The News Nest

Durga Puja 2021:পুজো কমিটির জন্য বরাদ্দ ২০০ কোটি, আর্থিক সাহায্যের অনুমোদন দিল রাজ্য সরকার

durga

ক্লাব এবং পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার জন্য এবছর ২০১ কোটি ৯১ লক্ষ টাকা অনুমোদন করল রাজ্য অর্থ দপ্তর।

এর মধ্যে কলকাতা পুলিশের এলাকায় হয় ৩ হাজারটি পুজো। অনুদান দেওয়া হয়েছে সেই ক্লাবগুলিকেও। দ্রুতই হাতে টাকা চলে আসবে। গত কয়েকবছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে। সেই অনুদানের পরিমাণ ক্লাব পিছু ৫০ হাজার টাকা। স্বভাবতই খুশি উদ্যোক্তারা।

গত বছরের মতো এবছরও কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বেঁধে দেওয়া গাইডলাইন মেনে হবে শারদীয়া উদযাপন। কোভিডবিধি মেনে পুজোর আয়োজন করছেন সব পুজো উদ্যোক্তারাই। এবারও মণ্ডপ হবে দর্শকশূন্য। স্রেফ উদ্যোক্তারাই মণ্ডপে ঢুকে পুজোর কাজে হাত লাগাতে পারবেন। সর্বত্র সেই নিয়ম মেনে পুজোর আয়োজন হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে সপ্তাহের শুরুতেই মণ্ডপ পরিদর্শনে বেরলেন কলকাতার পুলিশ সুপার (Kolkata CP) সৌমেন মিত্র। সকালে কয়েকঘণ্টার মধ্যে ৮টি বড় পুজোমণ্ডপ ঘুরে দেখলেন তিনি। অন্যদিকে, বিধাননগর (Bidhannagar) এলাকার বড় পুজো প্যান্ডেলগুলির প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
বুধবার মহালয়া। অর্থাৎ দেবীপক্ষের সূচনা। শহর কলকাতায় মহালয়ার পর থেকেই প্রায় পুজো উদযাপন শুরু হয়ে যায়। তাই চলতি সপ্তাহের প্রথম থেকেই কলকাতা পুলিশ পরিদর্শন শুরু করেছে। সোমবার যুগ্ম কমিশনার (সদর) ডিসি ও কয়েকটি থানার ওসিদের সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে ঘুরে দেখেছেন কয়েকটি পুজোমণ্ডপ। মূলত জোর দেওয়া হয়েছে মণ্ডপ নির্মাণের দিকে। তিনদিক খোলা রেখে তা তৈরি হচ্ছে কি না, বিদ্যুৎ ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কি না, স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন হচ্ছে কি না, এসবই মূলত দেখা হয়েছে।
Exit mobile version