TMC announces names of Mayors of Chandernagore, Bidhannagar and Asansol

বহু পুরনো সঙ্গীতেই আস্থা মমতার! বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণাই, জানুন বাকি মেয়রদের নাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শিলিগুড়ি পুরনিগমের মেয়র হিসেবে গৌতম দেবের নাম আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বাকি তিন পুরনিগমের মেয়রের নাম ঘোষণা করল ঘাসফুল শিবির। সবথেকে বেশি জল্পনা ছিল বিধাননগর নিয়ে। কৃষ্ণা চক্রবর্তী ও সব্যসাচী দত্তের নাম ঘোরাফেরা করছিল। অবশেষে কৃষ্ণাকেই মেয়র হিসেবে বেছে নিলেন মমতা। আর এক প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের নাম ঘোষণা হল চেয়ারম্যান হিসেবে। আর ডেপুটি মেয়র করা হয়েছে অনিতা মণ্ডলকে।

জয়ের খবর পেয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন বিধাননগরের বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ষ্ণা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছিলেন, ”কৃষ্ণা আমার চিরকালের সাথী। আজকের সম্পর্ক তো নয়, ৮৪ সালে যখন যাদবপুর থেকে সাংসদ হয়ে দিল্লি গিয়েছিলাম, তখন কৃষ্ণা আমার সঙ্গে গিয়েছিল। ৫ বছর আমার সঙ্গে ছিল। আমি চাই, কারোর সঙ্গে কোনও বিদ্বেষ নয়। সবাই যাতে একসঙ্গে কাজ করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য।”

আরও পড়ুন: Arjun Singh: পরিবারেই ধাক্কা খেলেন অর্জুন সিং, তৃণমূল যোগ সাংসদের তিন আত্মীয়ের

অপরদিকে, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তও জয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। সেইসঙ্গে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েও তাঁর সঙ্গে দেখা করেছিলেন। পাশাপাশি গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও। শেষমেশ অবশ্য চেয়ারম্যান হলেন সব্যসাচী।

আসানসোল পুরনিগমের মেয়র হলেন বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র হিসেবে নাম ঘোষণা হল ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটকের আর চেয়ারম্যান হলেন অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোলে পরবর্তীতে দুজন ডেপুটি মেয়র থাকবেন। বিধানসভায় সেই প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ওপর রয়েছে সেই দায়িত্ব। এ ছাড়া চন্দননগরের মেয়র হলেন রাম চক্রবর্তী। অন্যান্য পদে কারও নাম এখনও ঘোষণা করা হয়নি।

গত ১২ ফেব্রুয়ারি এই চার পুরনিগমের নির্বাচন হয়। ১৪ ফেব্রুয়ারি ফল প্রকাশ হতেই দেখা যায় চার পুরনিগমেই ঘাসফুলের জয়জয়কার। সূত্রের খবর, আগামী ২২ শে ফেব্রুয়ারি শপথ নিতে পারেন ৪ পুরসভার মেয়র। মেয়র যেদিন শপথ গ্রহণ করবেন, সেদিনই নব নির্বাচিত জনপ্রতিনিধিরাও শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Murder: বার ডান্সার বান্ধবীকে নিয়ে রাত সফর, চোর সন্দেহে প্রাণ গেল প্রোমোটারের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest