Two dead bodies recovered from Mayapur

Death: এক বিদেশিনী-সহ ২ ভক্তের রহস্যমৃত্যু মায়াপুর ইসকনে, পুকুরপাড়ে মিলল যুগলের দেহ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দোলের আগে এক বিদেশিনী-সহ দুই ভক্তের দেহ উদ্ধার। নদীর পাড় থেকে দু’জনের দেহ উদ্ধার হয়। নদিয়ার মায়াপুরে (Mayapur) ব্যাপক চাঞ্চল্য। নদীতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মায়াপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার অপেক্ষায় পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ মায়াপুরের ইসকন মন্দির সংলগ্ন গঙ্গানগর এলাকায় এক পুকুরপাড়ে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই দেহটি পুকুরের জলে আধডোবা অবস্থায় ছিল। তাঁরা খবর দেন মায়াপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে এসে আরও এক জনের দেহ উদ্ধার করে। দু’জনেরই পরিচয় জানা গিয়েছে। এক জন গঙ্গানগরের বাসিন্দা বিশ্বরূপ দাস (২৫ ) এবং অন্য জন গৌরনগরের বাসিন্দা লীলা অবতার দাস (৩৫)। লীলা অবতার বিদেশিনী।

আরও পড়ুন: Contai Accident: দুর্ঘটনায় মৃত্যু দুজনের, প্রতিবাদে পুলিশের গাড়িতে ভাঙচুর, রণক্ষেত্র কাঁথি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লীলা অবতার বেদান্ত শাস্ত্র নিয়ে পড়াশোনা করার জন্য চিন থেকে মায়াপুরে এসেছিলেন। বছর দু’য়েক ধরে তিনি মায়াপুরেই থাকতেন। অন্য দিকে বিশ্বরূপ আগে কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় থাকতেন। ইসকনের ওয়েবসাইট সংক্রান্ত কাজ করতেন তিনি। দু’জনের মধ্যে কী সম্পর্ক ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইসকন প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, নৌকাবিহারের সময় অসাবধানতাবশতা জলে ডুবে মৃত্যু হয়েছে দু’জনের। অমিত বিশ্বাস নামে স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘দেখে মনে হচ্ছে এক জন ডুবে গিয়েছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে আর এক জনের মৃত্যু হয়েছে।’’

যদিও ভিন্ন বক্তব্যও উঠে এসেছে। এক স্থানীয় ব্যবসায়ীর কথায়, ‘‘ওঁরা সাঁতার জানতেন। তা সত্ত্বেও কী ভাবে তাঁরা ডুবে মারা গেলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।’’

আরও পড়ুন: ‘শ্রাবন্তী চালাক, অকাতরে দিয়েছে-পেয়েছে’,কটূক্তি তথাগতর, পাল্টা জবাব অভিনেত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest