Two people, including a child, were killed in a tragic accident on a national highway

Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এক শিশু সহ দু’জনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ছুটির দিনে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল হলদিয়া মেচেদা। ৪১ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশু সহ দু’জনের। দুর্ঘটনাটি রবিবার দুপুর দেড়টা নাগাদ হলদিয়া মেচেদা ৪১ নং জাতীয় সড়কের হাঁসগেড়িয়া সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, রবিবার দুপুরে মেচেদা-হলদিয়া ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে হলদিয়ার দিকে যাচ্ছিল ডাম্পারটি। হাঁসাগেড়িয়া এলাকায় প্রচুর পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁদের দেখে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করে ওই ডাম্পারের চালক। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দেয় ডাম্পারটি। এরপরই ঢুকে পড়ে উলটো দিকের একটি দোকানে। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Bengal Weather: আজ ফের দুই বঙ্গেই বৃষ্টি, রাতে বজায় থাকবে শীতের আমেজ

তমলুক জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও চার জন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নন্দকুমার থানার পুলিশ। দুর্ঘটনার পরেই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী এসে উত্তেজিত বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ২ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসা চলছে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ডাম্পারটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা এখনও জানা যায়নি। পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টা জানা যাবে বলেই খবর।

আরও পড়ুন: Arjun Singh: পরিবারেই ধাক্কা খেলেন অর্জুন সিং, তৃণমূল যোগ সাংসদের তিন আত্মীয়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest