Unable to bear the death of his mother, two brothers committed suicide, one more alarming

মায়ের মৃত্যু সহ্য করতে না-পেরে আত্মঘাতী ২ ভাই, আশঙ্কাজনক আরও এক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মায়ের মৃত্যুর আঘাত সহ্য করতে না-পেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন দুই ভাই। তাঁদের একমাত্র বোনও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি এখন আসানসোল জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানা এলাকার বার্নপুর স্টেশন রোডে ইস্কো টাউনশিপের আবাসনে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে বার্নপুরের স্টেশন রোডে পরিত্যক্ত আবাসনে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। ৯০ বছরের গীতা কর এবং তাঁর দুই ছেলে জয়ন্ত কর, বিপ্লব করকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেক সন্তান, ৫৭ বছরের বোন মায়া করকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বাড়ি থেকে।

আরও পড়ুন: Weather Update: শীতের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস

তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়। জয়ন্ত ও বিপ্লব – দু’জনের বয়সই ষাটের আশেপাশে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট (Suicide Note)। পাওয়া গিয়েছে কার্বলিক অ্যাসিডের শিশিও।

মা-ভাই-বোনকে সঙ্গে নিয়ে থাকতেন জয়ন্তবাবু। এলাকার বাসিন্দারা বলেন, খুবই ভালো মানুষ ছিলেন। পাড়াতে কোনো অশান্তি ছিল না। মাকে খুবই ভালোবাসতেন তিন ভাইবোন। হয়তো মায়ের মৃত্যু সহ্য করতে না-পেরে আত্মহত্যা করেন।পুলিশ সূত্রে খবর, কার্বলিক অ্যাসিড খেয়েই আত্মহত্যা করেন তাঁরা। উদ্ধার করে তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনজনকে মৃত বলে জানানো হয়।

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, উলটে গেল বিকানের এক্সপ্রেস, বহু মৃত্যুর আশঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest