Site icon The News Nest

Weather Today: হিমেল হাওয়ার পরশ বঙ্গে, জাঁকিয়ে ঠান্ডা পড়তে বেশি দেরি নেই রাজ্যে

winter in west bengal

প্রতিপদের রাত থেকেই শীতের আমেজ টের পাচ্ছে বঙ্গবাসী। রবিবারেও আরও কমছে তাপমাত্রা। সারা বাংলা জুড়ে ও গোটা পূর্ব ভারতে উত্তর-পশ্চিম হিমেল হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে রেকর্ড হারে। দিনের বেলায় রোদ থাকলেও, রাতের দিকে হু হু করে নামছে তাপমাত্রার পারদ।

কালীপুজো থেকেই বাংলায় শীতের ওপেনিং ইনিংস টের পাওয়া যাচ্ছে৷ আগামী কয়েক দিন এমন আবহাওয়াই থাকবে বলে খবর৷ রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় হালকা শীতের আমেজ রয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও রয়েছে। এবার ধীরে ধীরে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে রাতের তাপমাত্রা আরও কমবে।

শনিবার মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা কমে হয়েছে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তুরে হাওয়ার দাপটে ক্রমশ নীচে নামছে পারদ। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতেও পারদ-পতন অব্যাহত।

আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্প কম। বাংলা জুড়ে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে কোনও বাধা তৈরি না হওয়ায় তাপমাত্রা ক্রমশ নামছে। যার জেরে আগামী বেশ কিছু দিনই শীতের আমেজ পাওয়া যাবে বাংলায়। রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে আর খুব বেশি দেরি নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশি নেমেছে। পুরুলিয়ায় পারদ নেমেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, বাঁকুড়়ায় ১৬.২ ডিগ্রি, বর্ধমানে ১৭ ডিগ্রি, দিঘায় ১৭.৪ ডিগ্রি। দার্জিলিঙে ৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও আগামী কিছু দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Exit mobile version