Weather Update: Kolkata weather update on 16th December, temperature has fallen down

Weather Update: পূর্বাভাস সত্যি করে নামল তাপমাত্রার পারদ, ১৪ ডিগ্রিতে জবুথবু রাজ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শুক্রবারের পারদ পতনে সকাল থেকেই কলকাতার বুকে শীতের আমেজ ( Weather Update)। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক। সারা দিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

জেলাগুলির তাপমাত্রা আরও কম। পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে উষ্ণতার পারদ। উত্তরবঙ্গে (North Bengal) কনকনে ঠান্ডার দোসর হতে পারে হালকা বৃষ্টি। সবমিলিয়ে বড়দিনের আগেই রাজ্যে দাপুটে ইনিংস শুরু করল শীত (Winter)।

আরও পড়ুন: Poush Mela 2022 : মিলল না কোনও রফাসূত্র, ২৩ ডিসেম্বর থেকে ডাকবাংলো মাঠে হবে পৌষমেলা

এর আগে ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নেমেছিল। রেকর্ড অনুযায়ী, গত ৪ ডিসেম্বর রাতের তাপমাত্রা নেমেছিল ১৫.৯ ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপর ৯ ডিসেম্বর তাপমাত্রা আরও কমে ১৫.৬ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছিল। আর শুক্রবার ১৪.৫ ডিগ্রি। চলতি মরশুমের এটাই শীতলতম দিন।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ কেটে গিয়েছে। ঘূর্ণাবর্তের ফলে বাধাপ্রাপ্ত উত্তুরে হিমেল হাওয়া আবার বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। তাই আস্তে আস্তে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদরা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তেই কলকাতা-সহ বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে।

আরও পড়ুন: Myterious Light Video: সন্ধ্যা নামতেই আকাশে রহস্যজনক আলো, ভিডিয়ো নিয়ে তোলপাড়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest