Weather Update: Today's Temperature in Kolkata and other districts in Winter

Weather Update: শীতলতম দিনে ১০ ডিগ্রির ঘরে তিলোত্তমা, ঠান্ডা আরও বাড়বে কি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পৌষের শীতে কাবু কলকাতা। কনকনে উত্তুরে হাওয়ার দাপটে ওঠানামা করছে পারদ। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও জাঁকিয়ে শীতের আমেজ বহাল রয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিরও নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই হাড়কাঁপানো ঠান্ডা মালুম হবে বাংলায়।

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আপাতত ক্রিজ আঁকড়ে ব্যাট করবে শীত। এখনই আউট হওয়ার সম্ভাবনা নেই। এমন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের গুগলি বা দুসরা পড়ারও সম্ভাবনা নেই যে হঠাৎ বোল্ড হয়ে যাবে ঠান্ডার আমেজ। আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিল, একটুআধটু পারদ ওঠানামা করলেও শীত আপাতত চলবে।

আরও পড়ুন: Mamata Banerjee : ‘পাঁচটার ৪ টি প্রকল্পই আমার’! মোদীকে সান্ত্বনা দিয়েও জানালেন দিদি

শুক্রবারের তুলনায় কলকাতা-সহ সংলগ্ন এলাকার তাপমাতার কিছুটা বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮ থেকে ৯২ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। সকালে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও তা গাঢ় হবে না। আপাতত বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।

কলকাতার পাশাপাশি শীতে জবুথবু বিভিন্ন জেলাও। দক্ষিণবঙ্গের মধ্যে শনিবার পুরুলিয়ায় সবচেয়ে কম তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের এই জেলায় পারদ নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। বীরভূমের শ্রীনিকেতনে সবচেয়ে হাড়হিম ঠান্ডা। সেখানে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে। বর্ধমানেও জাঁকিয়ে শীত। গত কয়েক দিন ধরেই এই জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। শনিবার পারদ নেমেছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হুড়মুড়িয়ে নামছে পারদ। শনিবার শৈলশহর দার্জিলিঙের তাপমাত্রা অবশ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। পারদ নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮।

আরও পড়ুন: SSC : নিয়োগ শুরু যোগ্যদের ,শুক্রবারই নবম-দশমে ৬৫ জনকে সুপারিশপত্র

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest