West Bengal Government Notices to the cable TV networks to refrain from misleading show

Nabanna: বিভ্রান্তিকর তথ্য পরিবেশন, টিভি চ্যানেলগুলোকে নোটিস পাঠাল নবান্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পয়গম্বর বিতর্কে রাজ্যের নানা প্রান্তে অশান্তি চরমে উঠেছিল। এই নিয়ে বিভিন্ন বেসরকারি সংবাদমাধ্যম খবর সম্প্রচার করেছে। তার জেরে তৈরি হয়েছে বিভ্রান্তি। তাই টিভি চ্যানেলগুলির উদ্দেশে নির্দেশিকা জারি করল নবান্ন। কোনওভাবেই যাতে রাজ্যের শান্তি এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট না হয় তার জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

সোমবার নবান্নের তরফে জারি করা ওই নোটিসে এ-ও বলা হয়েছে, বেশ কিছু টিভি চ্যানেলে যে বিতর্কসভার আয়োজন করা হচ্ছে, সেখানে ‘শিষ্টাচারবহির্ভূত, উত্তেজক এবং সামাজিক ভাবে গ্রহণযোগ্য নয়’ এমন ভাষা ব্যবহার করা হয়। এবং সেগুলো সংশ্লিষ্ট চ্যানেল দর্শকদের সামনে উপস্থাপনও করছে। পুরো ঘটনায় রাজ্য সরকার বিশেষ চিন্তিত বলে লেখা হয়েছে নির্দেশিকায়। টিভি চ্যানেলগুলি যাতে সংশ্লিষ্ট আইন মেনে চলে এবং নিজেদের কর্তব্য মনে রেখে খবর বা তথ্য পরিবেশন করে, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে নবান্ন।

আরও পড়ুন: Howrah Rail Roko: হাওড়া-খড়গপুর শাখায় সাত ঘণ্টা ট্রেন অবরোধ, বন্ধ ইন্টারনেট পরিষেবা, কবে ফিরবে কানেকশন?

এই নোটিসে কোনও বিশেষ বিষয়ের কথা উল্লেখ করা না হলেও, রাজ্য তথা দেশে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতেই এমন নির্দেশিকা দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, ”কিছু সংবাদমাধ্যমে এমন কিছু সংবাদ পরিবেশিত হচ্ছে, যা মানুষকে বিভ্রান্ত করছে। বেশ কিছু ক্ষেত্রে তা সাম্প্রদায়িক ইঙ্গিত বহন করছে। সেই ধরনের অনুষ্ঠান আর্টিকেল ১৯-এর কেবল টেলিভিশন নেটওয়ার্কস (রেগুলেশন)রুলস, ১৯৯৫ অনুযায়ী এই ধরনের অনুষ্ঠান সম্প্রচার সঠিক নয়। তাই এই সমস্ত ক্ষেত্রে সরকার খুব গম্ভীরভাবে বিষয়টি দেখছে। সেই কারণে ওই সমস্ত টেলিভিশন নেটওয়ার্কের কাছে অনুরোধ এই ধরনের অনুষ্ঠান সম্প্রচার করবেন না।”

আরও পড়ুন: উদাহরণ মোদীর গুজরাত আচার্য বিল, বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ University Chancellor বিল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest