WEST BENGAL IS NUMBER ONE IN PRIMARY EDUCATION BASIS ON ECONOMIC ADVISORY COUNCIL OF PRIME MINISTER

প্রাথমিক শিক্ষায় দেশের শীর্ষে বাংলা, রিপোর্ট প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রাথমিক শিক্ষায় দেশের শীর্ষে বাংলা ৷ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের তরফে পশ্চিমবঙ্গকে এই সম্মান দেওয়া হয়েছে (West Bengal is Number One in Primary Education) ৷ ফলে কলকাতা পৌরভোটের আগে রাজ্য সরকারের মুকুটে ফের একটি স্বীকৃতি যুক্ত হল ৷

অক্ষরজ্ঞান এবং সংখ্যাজ্ঞান। গ্রামগঞ্জের ছোট শিশুদের এই প্রাথমিক শিক্ষা (Primary Education) গ্রহণেও অনেক বাধাই থাকে। তবে সবরকম বাধা কাটিয়ে বাংলা এগিয়ে গিয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানে। স্কুলে হোক কিংবা করোনা আবহে অনলাইন শিক্ষা অথবা পাড়ায় ঘুরে ঘুরে ছোটদের অ, আ, ক, খ কিংবা সংখ্যা শেখানোয় অনেকটাই এগিয়ে এ রাজ্য। সম্প্রতি দেশের সব বড় শহর নিয়ে এই সমীক্ষায় দেখা গিয়েছে, সবাইকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষে পশ্চিমবঙ্গ। টুইটে এই খবর শেয়ার করে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের কাছে এটা বিরাট সাফল্য। যার কাণ্ডারী শিক্ষক, অভিভাবক – সকলেই।

আরও পড়ুন: Teeka Express: মালদায় শুরু টিকা এক্সপ্রেস প্রোগ্রাম

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের (Economic Advisory Council of Prime Minister) যে সাম্প্রতিক রিপোর্ট তৈরি করা হয়েছে ৷ সেখানে ৪১টি পয়েন্ট এবং পাঁচটি প্যারামিটার বিশ্লেষণ করা হয়েছে ৷ শিক্ষার পরিকাঠামো, সুযোগ, মৌলিক স্বাস্থ্য, শিক্ষার ফলাফল এবং পরিচালন ব্যবস্থা ৷ এই পাঁচটি মানদণ্ডে বিচার বিশ্লেষণ করেই রাজ্যকে সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে (West Bengal Primary Education) ৷ এ দিন মূলত ছোট রাজ্য, বড় রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং উত্তর-পূর্বের রাজ্যকে আলাদা আলাদা ভাগ করে বিশ্লেষণ করা হয়েছে ৷ বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান দখল করেছে ৷ এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রাপ্ত নম্বর প্রায় ৫৮ শতাংশ ৷

এই প্রথম নয়। এর আগে রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগ সাফল্যের জন্য জিতে নিয়েছিল জাতীয় স্তরের ‘স্কচ পুরস্কার’ (SKOCH Award)।

আরও পড়ুন: বহিষ্কার করা হচ্ছে না কেন? রূপা গাঙ্গুলিকে নিয়ে আড়াআড়ি বিভক্ত বিজেপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest