West Bengal SSC Scam: Partha Chatterjee says time will tell if TMC’s decision regarding his suspension

Partha Chatterjee: মমতার সিদ্ধান্ত ঠিক, কিন্তু দলের সিদ্ধান্ত নিয়ে কৌশলী জবাব পার্থর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জোকা ইএসআই হাসপাতালে প্রবেশের সময় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তিনি নির্দোষ। তা নিয়ে শাসক–বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষা করে বের হওয়ার সময় তাঁর সঙ্গে যা হয়েছে সেটার জবাব সময় দেবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর তা নিয়ে আরও আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

শুক্রবার শারীরিক পরীক্ষার জন্য সদ্য প্রাক্তন মন্ত্রী ও সাসপেন্ডেড তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআইতে। সেখানে ঢোকার সময়ে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ কিন্তু কাদের ষড়যন্ত্রের শিকার, তা খোলসা করেননি। ঘণ্টাখানেক পরে যখন তাঁকে হাসপাতাল থেকে বার করে আনা হচ্ছে, তখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কাদের ষড়যন্ত্রের শিকার। হুইলচেয়ার-বাহিত পার্থ চট্টোপাধ্যায় তখনও কারও প্রতি আঙুল তুললেন না। শুধু বললেন, ‘‘যারা ষড়যন্ত্র করছে, তারা জানতে পারবে।’’

আরও পড়ুন: Arpita Mukherjee: গাড়িতে বসে হাউহাউ কান্না অর্পিতার, বসে পড়লেন জোকার রাস্তায়

তখনই তাঁকে ষড়যন্ত্র নিয়ে প্রশ্নের পাশাপাশিই জিজ্ঞাসা করা হয়েছিল, দল যে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, তা কি ঠিক? জবাবে মুখ থেকে মাস্ক নামিয়ে পার্থ সরাসরিই বলেন, ‘‘সময় ঠিক না। নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে। সময় বলবে।’’ বস্তুত, তিনি বার তিনেক মাস্ক নামিয়ে ওই শেষ দু’টি শব্দের পুনরাবৃত্তি করেন, ‘‘সময় বলবে!’’ গাড়িতে বসার পর তাঁকে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত কি ঠিক? তার জবাবে পার্থ বলেন, ‘‘হ্যাঁ, ঠিক।’’

কেন এমন মন্তব্য করলেন তিনি?‌ এই বিষয়ে তিনি নিজে কোনও ব্যাখ্যা দেননি। তবে এমন মন্তব্য করে তিনি ফের মমতা–অভিষেকের মধ্যে ফারাক ঘটালেন বলে মনে করা হচ্ছে।  অর্থাৎ, মমতা তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ঠিক। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহূত বৈঠকে দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত যে সময়ে নিয়েছে, তা ঠিক নয়। এর ফলে নিরপেক্ষ তদন্ত ‘প্রভাবিত’ হতে পারে।

আরও পড়ুন: TV in Local Train: লোকাল ট্রেনে টিভি! নতুন পরিষেবা চালু হাওড়ায়, নজরদারিতে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest