woman assaulted in running train she asked for help in live video

চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ, লাইভ করে সাহায্য চাইলেন তরুণী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চলন্ত ট্রেনে মহিলা কামরায় শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা। দমদম থেকে শিয়ালদহ আসার রাস্তায় চলন্ত ট্রেনের ফাঁকা মহিলা কামরায় তাঁর শ্লীলতাহানি করে এক যুবক। অথচ কামরায় কোনও রক্ষীর দেখা মেলেনি। শেষে শিয়ালদহ স্টেশনে নেমে রেল পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। শুরু হয়েছে তদন্ত।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটের ডাউন শান্তিপুর লোকালে দমদম থেকে উঠেছিলেন ওই মহিলা। দমদম ছাড়তেই এক যুবক চলন্ত ট্রেনে উঠে পড়েন। তার পর তাঁর সঙ্গে অসভ্যতামি শুরু করেন। এই সময় ঘটনাটি ফেসবুকে লাইভ করতে শুরু ওই মহিলা। সেই লাইভে দেখা যায়, ফাঁকা ট্রেন মধ্যে থাকা ওই ব্যক্তি মহিলাকে এসে লাইভ করতে বারণ করেন। মহিলা লাইভ চালিয়ে যেতে থাকলে তাঁকে ওই যুবক মারধর শুরু করেন।

আরও পড়ুন: মাটি খুঁড়তেই মিলছে শয়ে-শয়ে বন্দুক আর কার্তুজ, রহস্য বাড়ছে গোয়ালতোড়ে

শিয়ালদহ স্টেশনে ট্রেনটি পৌঁছলে ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে যান। এর পর শিয়ালদহ জিআরপি-তে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের প্রতিলিপি দমদম জিআরপি-র কাছে আসে। তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

বছর আঠাশের যুবতীর বাড়ির নিউ আলিপুর এলাকায়। পেশায় তিনি ট্যাটু শিল্পী। শুক্রবার কাজের সূত্রে ফুলিয়া গিয়েছিলেন।মেয়েটি অভিযোগ করেন, ওই যুবক তাঁর গায়েও হাত দিয়েছে।

আরও পড়ুন: নেতাজি নগরে ভয়াবহ আগুন, বেরোতে না পেরে ঝলসে মৃত্যু ৭২ বছরের বৃদ্ধার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest