Lockdown 2.0: কী নিষিদ্ধ?একনজরে দেখুন কেন্দ্রের নির্দেশিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: আগামী ২০ এপ্রিলের পর লকডাউন শিথিলের পথে হাঁটলেও কোনওভাবে সেই রাশ আলগা করতে রাজি নয় কেন্দ্র। সেজন্য যেমন কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধ চাপানো হয়েছে, তেমনই বাধ্যতামূলকভাবে কয়েকটি সুরক্ষাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২০ এপ্রিল থেকে কোন কোন ক্ষেত্রে ছাড়, নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল কেন্দ্র

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দ্বিতীয় পর্যায়ের লকডাউনের যে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাইরে বেরোলে মাস্ক পরা আবশ্যিক। প্রকাশ্যে ও কর্মক্ষেত্রে বাড়িতে তৈরি মাস্ক ব্যবহার করতে হবে।

পাশাপাশি মদ, গুটখা, তামাকজাত দ্রব্য বিক্রির উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্র। প্রকাশ্যে থুতু ফেললে জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সামাজিক দূরত্বের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। সেজন্য স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী প্রকাশ্য (পাবলিক প্লেস), কর্মক্ষেত্র ও পরিবহনে সামাজিক দূরত্বের বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশ্যে পাঁচজন বা তার বেশি জমায়েতেও নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্র। বিয়ে বা শেষকৃত্যের মতো জমায়েতের বিষয়টি নিয়ন্ত্রণ করবেন সংশ্লিষ্ট জেলাশাসক।

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত এক লাফে বাড়ল ১৪৬৩, মৃত্যু বেড়ে ৩৪৬

একইসঙ্গে করোনার মোকাবিলায় যাবতীয় হাইজিন ও স্বাস্থ্য সম্বন্ধীয় বিধি মেনে চলার নির্দেশ জারি করেছে কেন্দ্র। সেজন্য স্যানিটাউজার ব্যবহার, থার্মাল স্ক্রিনিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। সেই নিয়মভঙ্গ করলে শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: খাবারটুকুও নেই, ঘরে ফেরার তাগিদে বান্দ্রা স্টেশনে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest