হোয়াটসঅ্যাপে লাল টিক মানে কি সরকারের নজরদারি চলছে! জেনে নিন আসল খবর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। আর এই অবসর সময়ে অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতেই কাটাচ্ছেন আম আদমি। তবে এর মধ্যেই করোনা সংক্রান্ত ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে সরকার। প্রশাসনের এই ব্যবস্থা নিয়েও খবর ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপে। বলা হচ্ছে, কোনও মেসেজে লাল টিক মানে সরকার নজর রাখছে। এই ব্যাপারে খোলসা করা হল সরকারের তরফে।

আরও পড়ুন: সিদ্ধার্থ-তারার মাসাকলি ২.০-তে হতাশ নেটিজেনরাও, টুইটার জুড়ে মিমের ছড়াছড়ি

কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে প্রথমে এমনি একটি টিক দেখায়। যাকে পাঠানো হচ্ছে তার ফোনে সেই মেসেজ যদি ঢোকে তখন দুটি টিক হয়। আর সেই মেসেজ যখন প্রাপক দেখে তখন নীল টিক হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে বর্তমানে সরকার নজরদারি চালাচ্ছে। তাই তিনটি নীল টিক হওয়ার মানে সরকার সেই মেসেজটি দেখেছে। দুটি নীল টিকের সঙ্গে একটি লাল টিক হলে তার মানে সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। একটি নীল ও দুটি লাল টিক হওয়ার মানে সরকার সেই মেসেজটা খতিয়ে দেখছে। আর তিনটি লাল টিক হওয়ার মানে সরকার প্রেরকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। শিগগির তার কাছে সমন চলে আসবে।

আরও পড়ুন: এই পরিবেশে ভারত-পাক ক্রিকেট! শোয়েবের প্রস্তাব উড়িয়ে দিলেন কপিল

এই তথ্য সঠিক নয়। মঙ্গলবার পিআইবি-র তরফে টুইট করে জানানো হয়েছে, সরকার এই ধরনের কোনও পদক্ষেপ নেয়নি। এই মেসেজ ভুয়ো। সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রান্ত ভুয়ো খবর ছড়ানোর জন্য অবশ্য ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকার। কেন্দ্রের তরফে সব রাজ্যগুলিকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এই পরিস্থিতিতে ভুয়ো খবরে আতঙ্ক ছড়াতে পারে। সেটা আরও খারাপ হবে। তাই এই সতর্কতা অবলম্বন করা হয়েছে।

আরও পড়ুন: বেসরকারি ল্যাবেও বিনামূল্যে করোনা পরীক্ষা করতে হবে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এছাড়া যথেচ্ছ মেসেজ ফরোয়ার্ডে নিষেধাজ্ঞা আরোপ করেছে হোয়াটসঅ্যাপ। করোনাভাইরাস মহামারী নিয়ে যাতে কোনও ভুয়ো খবর বা গুজব সহজে না ছড়ায়, তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে যেখানে একটি মেসেজ একসঙ্গে পাঁচ জনকে পাঠানো যেত, এবার তা যদি ‘ফরোয়ার্ডেড মেসেজ’ হয়, তবে তা এক জনের বেশি কাউকে পাঠানো যাবে না বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রান্ত ভুয়ো খবর ছড়ানোর জন্য অবশ্য ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকার। কেন্দ্রের তরফে সব রাজ্যগুলিকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এই পরিস্থিতিতে ভুয়ো খবরে আতঙ্ক ছড়াতে পারে। সেটা আরও খারাপ হবে। তাই এই সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এছাড়া যথেচ্ছ মেসেজ ফরোয়ার্ডে নিষেধাজ্ঞা আরোপ করেছে হোয়াটসঅ্যাপ। করোনাভাইরাস মহামারী নিয়ে যাতে কোনও ভুয়ো খবর বা গুজব সহজে না ছড়ায়, তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে যেখানে একটি মেসেজ একসঙ্গে পাঁচ জনকে পাঠানো যেত, এবার তা যদি ‘ফরোয়ার্ডেড মেসেজ’ হয়, তবে তা এক জনের বেশি কাউকে পাঠানো যাবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: মাসাকলি’ ২.০ নিয়ে ক্ষুদ্ধ এ আর রহমান,বললেন- ‘আপনার কানের ক্ষতি হতে পারে’

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest