দ্রুত বাড়ছে সংক্রমণ, মাস্ক পরা নিয়ে নয়া গাইডলাইন দিল WHO

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: থাবা আরও চওড়া হচ্ছে করোনাভাইরাসের। লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। দেশে দেশে চেষ্টা চললেও এখনও অধরা ভ্যাকসিন। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে নয়া পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

এর আগে WHO জানিয়েছিল, সুস্থ ব্যক্তিদেরও যে মাস্ক পরা প্রয়োজন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু নয়া নির্দেশিকায় প্রকাশ্য স্থানে প্রত্যেক ব্যক্তিকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর ফলে ‘জীবাণু বহনকারী ড্রপলেট’ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন: পেট্রাপোলে সীমান্ত-বাণিজ্যে ছাড়পত্র রাজ্যের,করোনা বিধি মনে সোমবার থেকে পুরোদমে কাজ শুরু

করোনা সংক্রমণ রুখতে মাস্ক কতটা কার্যকরী তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে গবেষণা চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তা ভিত্তিতে নয়া সিদ্ধান্ত ঘোষণা করেছে তারা। WHO-র করোনা বিষয়ক টেকনিক্যাল টিমের প্রধান ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ একটি সংবাদসংস্থাকে জানিয়েছে, যে সমস্ত এলাকায় সংক্রমিত হওয়ার ভয় আছে সেখানে প্রত্যেকের মাস্ক পরা প্রয়োজন।

কাপড়ের মাস্ক পরলেই হবে। তবে সেগুলি যেন ত্রিস্তরিয় হয়। মেডিক্যাল মাস্ক পরার কোনও প্রয়োজন নেই। একমাত্র আক্রান্ত এবং তাঁদের সেবার জড়িতদের মেডিক্যাল মাস্ক ব্যবহার করলেই হবে।

গবেষণায় জানা গিয়েছে, নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেও অনেকের মধ্যে উপসর্গই দেখা যায় না। ফলে আক্রান্ত ব্যক্তিও বহু ক্ষেত্রে বিষয়টি জানতে পারেন না। আর এভাবে উপস্বর্গ প্রকাশের আগের কয়েক দিন এভাবে আক্রান্ত ব্যক্তি থেকে বহু মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

বহু সময় গণপরিবহন, জনবহুল দোকানবাজারের মতো স্থানে মাস্ক ব্যবহার করলে সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়। বিশেষত ষাটোর্ধ্ব এবং অন্যান্য রোগে যাঁরা ভুগছেন তাঁদের ক্ষেত্রে মাস্ক পরা একান্ত বাঞ্ছনীয়। তবে শুধুমাত্র মাস্ক পরলেই করোনা জব্দ হয়ে যাবে, এমন ভাবার কোনও কারণ নেই বলেও স্পষ্ট করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন: চিনের বিরুদ্ধে মুখ খোলায়, টুইটারের রোষে আমুল,নেট পাড়ায় কোলাহল

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest