Site icon The News Nest

সংসার সামলানোটাও একটা আর্ট, বার্তা দিল লকডাউনের শর্টফিল্ম ‘হিং’

hing 759

কলকাতা: করোনাভাইরাসের প্রার্দুভাবে লকডাউন সারা দেশে। এখনও উর্ধ্বমুখী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বেড়ে চলেছে মৃত্যু। সেই আবহে দেশের ১৭০টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। এই দুঃসময়ে ঘরবন্দি মানুষদের হতাশা গ্রাস করবে এটাই স্বাভাবিক। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে মানুষের মুখে হাসি ফোটাতে শিবপ্রসাদ-নন্দিতার নয়া প্রয়াস ‘লকডাউন শটস’।

রান্নায় স্বাদ আনতে হিং ফোঁড়ন দেওয়ার চল বহুকালের। আপনার বোরিং কোয়রান্টিনে ভিন্নস্বাদ আনতে মানালি দে এবং অপরাজিতা আঢ্য দিলেন ‘হিং’ ফোড়ন। বাড়ি বসেই বানিয়ে ফেললেন আস্ত একখানা শর্টফিল্ম। প্রযোজনায় উইন্ডোজ। মজার ব্যাপার কি জানেন? এ ছবির কোনও নির্দিষ্ট পরিচালক নেই। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই তৈরি হয়ে গেল সাড়ে তিন মিনিটের এই ছবিটি। এর আগেও ‘প্রাক্তন’-এ একসঙ্গে কাজ করেছেন মানালি-অপরাজিতা।

এ ছবিতে তাঁরা দিদি-বোন। মানালি বলছিলেন, “হঠাৎ করেই প্ল্যান হল। যে   যার বাড়ি থেকে শুট করে পাঠিয়ে দিলাম। তার পর একটু কাটছাঁট করেই তৈরি হয়ে গেল ছবি।” আর এই কাটছাঁটের দায়িত্ব নিয়েছিলেন মলয় লাহা। গল্প লিখেছেন জিনিয়া সেন।ব্যাকগ্রাউন্ড স্কোর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন:  লকডাউনে চুল কাটালেন ভিকি, শেয়ার করতেই ভাইরাল নতুন লুক

দিদি অপরাজিতা আঢ্য বরাবারই পড়াশোনায় মধ্যমানের, বিয়ের পর আর বাইরে কাজে বেরনো হয়নি, মন দিয়ে সংসার সামলেছেন। অন্যদিকে বোন মানালি পড়াশোনায় ভাল, চাকরির কেরিয়ারও দুর্দান্ত! ঘর সামলানো, রান্নাবান্না শেখা হয়ে ওঠেনি! বাইরের জগতেই ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এখন তো লকডাউন! সবাই গৃহবন্দি। পরিচারিকাও নেই! কাজেই, না চাইলেও সবাইকে বাড়ির কাজ করতে হবে! বোন বসেছে বিউলির ডাল রান্না করতে! কিন্তু কীভাবে করবে ? রেসিপি তো জানা নেই! অতঃপর দিদিকে ফোন! ফোনের ওপার থেকে দিদি শেখাল বোনকে রান্না করা! দুজনেই একইসঙ্গে রাঁধল বিউলির ডাল! কিন্তু নিজের রান্না চেখে তেমন পছন্দ হল না বোনের… দিদির রান্নার স্বাদই যে আলাদ! ওই হিং-এর তারতম্য…!

৪ মিনিটের শর্ট ফিল্ম -এর শেষে কী সুন্দর করে অপরাজিতা বুঝিয়ে দিলেন শুধু বাইরের জগতের কাজ নয়, সংসার সামলানোও কিছু কম বড় দায়িত্ব নয়!

দেখে নিন শর্টফিল্ম হিং–

Exit mobile version