Ahead Of Valentine's Day Thai Authorities Urge Couples Avoid 'Face-to-face Sex Positions'

যৌনতায় মাতুন, কিন্তু চুম্বন করবেন না! Valentine’s Day-তে এল সরকারি নির্দেশিকায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

থাইল্যান্ডের দম্পতিদের বিশেষ করে ভালোবাসা দিবসে ‘নিরাপদ যৌন’ অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছ। যৌনমিলনের সময় অতি অবশই মাস্ক পড়তে বলা হয়েছে।

গত কয়েকদিন ধরে থাইল্যান্ডে (Thailand) করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে ভ্যালেন্টাইনস ডেকে কেন্দ্র করে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। থাইল্যান্ড ব্যুরো অফ রিপ্রোডাক্টিভ হেলথের ডিরেক্টর বুনিয়ারিট সক্রেটিস বলেন, করোনা লিঙ্গের মাধ্যমে ছড়ানো কোনো রোগ নয়, তবে যৌন মিলনের সময় এটি একটি থেকে অন্যটিতে ছড়াতে পারে। একে অপরের কাছাকাছি শ্বাস নেওয়া এবং চুম্বনের সময় লালা বিনিময়ের কারণে এটি ঘটতে পারে (Coronavirus)। তাই এই ভালোবাসা দিবসে  (Happy Valentine’s Day) যৌনমিলনের সময় মাস্ক পরার জন্য দম্পতিদের অনুরোধ করা হচ্ছে। এতে করোনা ছড়ানোর সম্ভাবনা কমে যাবে।

আরও পড়ুন: Valentine’s Day 2022: প্রাক্তনের নামে পুষতে পারেন আরশোলা, ইঁদুর, ছারপোকা! খরচ মাত্র ৩৭৪ টাকা

ডঃ বুনিয়ারিত দম্পতিদের আরও অনেক পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যে দম্পতিদের তারিখ রাতের আগে অ্যান্টিজেন পরীক্ষা করা উচিত। এর মাধ্যমে আপনি আপনার সঙ্গীকে ভালোবাসার সঙ্গে করোনা ভাইরাস  (Coronavirus)উপহার দেওয়া থেকে রক্ষা পাবেন। এর সাথে, তিনি দম্পতিদের চুম্বন এবং মুখোমুখি যৌন অবস্থান (Love Making Rules) এড়াতে আবেদন করেছেন।

ভ্যালেন্টাইনস ডে পালনের জন্য থাই জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। দিনটিকে অনেকেই শুভ মনে করেন সেই কারণে রেজিস্ট্রি অফিসের বাইরে লম্বা লাইন দেখা যায়। বিশেষ করে ব্যাংকক – এর
ব্যাং রাকের জেলায়। থাই ভাষায় এই জেলার নাম ‘প্রেমের জেলা’।

আরও পড়ুন: দিনে একটা ভালো কাজ করলেই বিনামূল্যে খাবার, দিনবদলের স্বপ্ন দেখাচ্ছে ঢাকার হোটেল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest