Angela Merkel's party lost the German election

‘রক্ষণশীলতার’ অবসান, জার্মানির নির্বাচনে পরাজিত অ্যাঞ্জেলা মর্কেলের দল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১৬ বছরের একছত্র রক্ষণশীল শাসনের অবসান। জার্মানির সাধারণ নির্বাচনে (German Election 2021) পরাজিত হল অ্যাঞ্জেলা মর্কেলের (Angela Merkel) কনজারভেটিভ পার্টি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, এক সময় মর্কেলের সরকারেই জোটসঙ্গী হিসেবে থাকা ওলাফ স্কুল্জের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসডিপি) মাত্র দেড় শতাংশ ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেছে।

সোমবার নির্বাচনের ফলাফল সামনে এসেছে। জার্মানির সাধারণ নির্বাচনে বাজিমাত করেছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (SPD)। ২০০৫ সালের পর এই প্রথম নির্বাচনে জিতল দলটি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ইতিমধ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে তারা। জানা গিয়েছে, ২৫.৭ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে সোশ্যাল ডেমোক্র্যাটরা। সামান্য কম ভোট অর্থাৎ ২৪.১ শতাংশ ভোট পেয়েছে মর্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন দল। অন্যান্য দল যেমন লিবারেল ফ্রি ডেমোক্র্যাটসরা পেয়েছে ১১.৫ শতাংশ ভোট। পরিবেশবাদী গ্রিন পার্টির ঝুলিতে পড়েছে ১৪.৮ শতাংশ ভোট। বিশ্লেষকদের মতে, এসপিডি-র জয়ে ইউরোপে ফের মধ্য-বামপন্থী দলগুলির প্রভাব বাড়ছে। তাৎপর্যপূর্ণভাবে, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনও মধ্য-বামপন্থী হিসেবে পরিচিত। সেই কথা তিনি প্রকাশ্যে স্বীকারও করেছেন।

২০০৫ সাল থেকে টানা তিনবার নির্বাচনে জয়লাভের পর অ্যাঞ্জেলার এই হার থেকে আন্তর্জাতিক মহলেরও একাধিক শিক্ষা নেওয়ার রয়েছে। যদিও ২৫.৭ শতাংশ ভোট পরবর্তী সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। তাই এসডিপি কাদের সঙ্গে জোট করে, সে দিকেও নজর রাখতে হবে। কারণ, অ্যাঞ্জেলা মর্কেল শুধুমাত্র জার্মানির চ্যান্সেলর ছিলেন না। তিনি পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের প্রথম ১০ জনের তালিকায় থাকা মানুষ। ফলে তাঁর জনপ্রিয়তা হ্রাস পাওয়া, এবং অন্য রুচির দলের প্রতি মানুষের আগ্রহ, ইউরোপের আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে বদল আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest