Site icon The News Nest

কপ্টার ও চার গাড়ি ভর্তি টাকা নিয়ে পালিয়েছেন গনি, এমনই দাবি রাশিয়ার

ashraf

১৫ আগস্ট রবিবার তালিবান বাহিনীর কাবুল দখল নিশ্চিত হতেই চারটি গাড়ি আর একটি হেলিকপ্টার-ভর্তি প্রচুর নগদ অর্থ নিয়ে দেশ ছেড়েছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। তবে চপারে জায়গার অভাবে সব টাকাপয়সা তিনি নিয়ে যেতে পারেননি। কিছু রেখেও গিয়েছেন বাসভবনে। কাবুলের রুশ দূতাবাসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে বলে খবর সংবাদ সংস্থা সূত্রে।

আরও পড়ুন :  তিন দশকের সম্পর্ক ছেড়ে কংগ্রেস থেকে তৃণমূলে অসমের ঘরের মেয়ে সুস্মিতা দেব

দেশত্যাগ করে গনি কোথায় গিয়ে উঠেছেন, তা নিয়ে জল্পনা চলছেই। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার তাজিকিস্তানে তাঁকে ঢুকতে না দেওয়ায় ওমানে গিয়ে উঠেছেন তিনি। এর পর তাঁর গন্তব্য আমেরিকা। দেশ ছেড়ে পালিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন গনি। সেখানে তিনি লিখেছিলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।

কাবুলের রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকো বলেন, ‘‘ওই চারটি গাড়িতে শুধু টাকাই ছিল। একটি হেলিকপ্টারেও টাকা ভরে নিয়ে যাওয়া হয়েছে। টারম্যাকে প্রচুর টাকা পড়ে থাকতে দেখা গিয়েছে।’’

আরও পড়ুন : Khela Hobe দিবস উদযাপনে ফুটবলে মাতলেন স্বয়ং Dilip Ghosh!

Exit mobile version