At least 10 killed, 12 injured in blast in Karachi's Shershah area

Karachi Blast: পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১২

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাকিস্তানের করাচিতে (Karachi Blast) ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে করাচির শের শাহ পরাচাচকের একটি বাড়ি প্রায় সম্পূর্ণই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহত বহু (Karachi Blast)।

ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছে বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে, করাচির গ্যাস পাইপ লাইনে (Gas Pipeline) বিস্ফোরণটি হয়। এর পিছনে যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড।

আরও পড়ুন: এক ঝাঁক টর্নেডোয় লন্ডভন্ড আমেরিকার ছ’টি প্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৮৪

অন্যান্য দিনের মতোই এদিনও ব্যস্ত ছিল করাচির শেরশাহ পর্চা চক এলাকা। ওই এলাকায় নালার মধ্যে দিয়ে গ্যাসের পাইপ লাইন গিয়েছে। তার উপরে রয়েছে একটি বেসরকারি ব্যাংকের বিল্ডিং। সেই পাইপ লাইনেই এদিন বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় এলাকা। ছিন্নভিন্ন হয়ে যায় অন্তত ১০ জনের দেহ। ১৩ জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাহেদ মহতরমা বেনজির ভুট্টো হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের বিভাগীত প্রধান ডা. সাবিরপ মেমন ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ১৩ জন জখমের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest