At the end of the 20-year war, the United States withdrew its troops from Afghanistan

২০ বছরের যুদ্ধের অবসান, Afghanistan থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করল আমেরিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঘড়ির কাঁটায় ঠিক রাত ১১.৫৯। ক্যালেন্ডারের পাতায় ৩১ আগস্ট পড়ার আগেই অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পালন করে আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনাবাহিনী (US Army)। ২০ বছর পর আফগানভূম (Afghanistan) থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করল আমেরিকা।  একথা জানিয়ে একটি টুইট করেন মার্কিন প্রতিরক্ষা দফতর। টুইটে লেখা হয়, আফগানিস্তান ত্যাগ করা সর্বশেষ আমেরিকান সৈনিক- মেজর জেনারেল ক্রিস ডোনাহু, কাবুলে মার্কিন মিশনের সমাপ্তি ঘটিয়ে ৩০ অগস্ট সি-১৭ বিমানে চড়েন তিনি।

গভীর রাতেই বিবৃতি দিয়ে তা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আর মার্কিন সেনা প্রত্যাহারকে ‘পূর্ণ স্বাধীনতা’ হিসেবে দেখছে তালিবান। রাতেই আতসবাজি পুড়িয়ে তারা উল্লাসে মেতেছে। তাদের বক্তব্য, ২০ বছর ধরে আফগানিস্তানকে রক্তাক্ত করার পর অবশেষে ফিরে গিয়েছে মার্কিন সৈন্যরা। অন্যদিকে, মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ আফগানবাসীর সাহায্যের জন্য সবসময় প্রস্তুত আমেরিকা। তবে তালিবানের সরকারকে স্বীকৃতি দেবে না। তাই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলেও, মানবিকতার স্বার্থে পাশে থাকছে বাইডেন প্রশাসন।

আরও পড়ুন: ৩০০০ টাকায় এক বোতল জল! ভয়াবহ অবস্থা কাবুল বিমানবন্দরে

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ২০ বছরের আফগানযুদ্ধে ২৪৬১ সেনার মৃত্যু হয়েছে। জখমের তালিকায় আরও কয়েক হাজার সেনা। আফগানিস্তানের সাধারণ নাগরিক এবং মার্কিন সেনাদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছে আমেরিকা। আর মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশের ‘পূর্ণ স্বাধীনতা’র আনন্দে কাবুল বিমানবন্দরের দখল নিয়ে শূন্য়ে গুলি ছুঁড়ে উল্লাসে মাতল তালিবান বাহিনী। তালিবান মুখপাত্র কারি ইউসুফ বলছে, ”শেষ মার্কিন সেনা কাবুলের মাটি ছেড়ে চলে যাওয়ার পরই আমরা পূর্ণ স্বাধীনতা পেলাম।”

এরপরই একেবারে সেনার কায়দায় তল্লাশি চালাতে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়ল তালিবরা।বিমানবন্দরের যে অংশ এত দিন দখলে রেখেছিল আমেরিকা বাহিনী, সোমবার গভীর রাতে তারা বিমানবন্দর ছাড়তেই সেখানে তল্লাশি অভিযানে যায় তালিবান। লস অ্যাঞ্জেলস টাইমস-এর সাংবাদিক তালিবান যোদ্ধাদের সেই অভিযানের ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। রাতের অন্ধকারে সেনার পোশাকে বেশ কয়েক জন তালিব যোদ্ধা ঢুকে পড়ে বিমানবন্দর চত্বরে। সেখানে আমেরিকা বাহিনীর রাখা একটি চিনুক হেলিকপ্টার ভাল ভাবে খতিয়ে দেখে তারা।

আরও পড়ুন: কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে বেশ কয়েক জন শিশুও : রিপোর্ট

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest