এবার মিলল চকলেট ব্যাঙের সন্ধান, দেখে নিন কোথায়

সাউথ অস্ট্রেলিয়ান মিউজিয়ামের গবেষক স্টিভ রিচার্ডস বলেন, চকলেট ব্যাঙ দেখতে চমৎকার। উষ্ণ আবহাওয়ায় এদের বসবাস। তবে এসব অঞ্চলের জলাভূমিতে প্রচুর কুমিরের বাস। তাই নতুন এই প্রজাতির সন্ধান নিয়ে গবেষণায় বিলম্ব হয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পৃথিবীতে নানা ধরনের ব্যাঙ রয়েছে। কোলাব্যাঙ, সোনাব্যাঙসহ বেশ কিছু ব্যাঙের সঙ্গে আমরা পরিচিতও। তবে অস্ট্রেলিয়ার একদল গবেষক বিশেষ এক প্রজাতির ব্যাঙের সন্ধান পেয়েছেন। গাঢ় চকলেট রঙের কারণে এ প্রজাতিকে ‘চকলেট ব্যাঙ’ নামে ডাকা হচ্ছে। নিউগিনির নিম্নাঞ্চলে গেছো এ ব্যাঙের সন্ধান পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গেছো ব্যাঙগুলো সাধারণত সবুজ রঙের হয়। তবে নতুন সন্ধান পাওয়া এ প্রজাতির ব্যাঙের ত্বকের রং গাঢ় খয়েরি। একদম চকলেটের মতো। বিশেষ এ রঙের কারণে গবেষকেরা এর নাম দিয়েছেন চকলেট ব্যাঙ। নতুন সন্ধান পাওয়া ব্যাঙের এই প্রজাতি নিয়ে ২০ মে অস্ট্রেলিয়ান জার্নাল অব জুওলজি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।

আরও পড়ুন : বীর্যপাত বন্ধ রেখে কিভাবে যৌন মিলন করবেন?পদ্ধতি জেনে নিন (+18)

সেন্টার ফর দ্য প্ল্যানেটরি হেলথ অ্যান্ড ফুড সিকিউরিটি এবং কুইন্সল্যান্ড জাদুঘরের গবেষকেরা চকলেট ব্যাঙের সন্ধান পেয়েছেন। এ বিষয়ে গবেষক পল অলিভার এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ায় সাধারণত লিটোরিয়া ক্যারুলেয়া প্রজাতির গেছো ব্যাঙ পাওয়া যায়। এদের গায়ের রং সবুজ। নতুন সন্ধান পাওয়া প্রজাতিটি লিটোরিয়া ক্যারুলেয়া প্রজাতির সমগোত্রীয়। তবে রং একেবারেই আলাদা। এর নাম দেওয়া হয়েছে লিটোরিয়া মিরা। লাতিন ভাষায় যার অর্থ ‘অবাক করার মতো’। কেননা, এ আবিষ্কার গবেষকদের সত্যিই অবাক করেছে।

একসময় অস্ট্রেলিয়া ও নিউগিনির ভূখণ্ড সংযুক্ত ছিল। প্রায় কোটি বছরের ব্যবধানে তা প্রাকৃতিকভাবে আলাদা হয়ে গেছে। অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্বাঞ্চল এবং নিউগিনিতে প্রচুর চিরহরিৎ বন রয়েছে। এসব বনে সবুজ রঙের গেছো ব্যাঙ পাওয়া যায়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার গবেষকেরা ২০১৬ সালেই একটি চকলেট ব্যাঙ দেখেছিলেন। তাঁদের ধারণা, পরবর্তী সময়ে এটি পুরো নিউগিনিতে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সাউথ অস্ট্রেলিয়ান মিউজিয়ামের গবেষক স্টিভ রিচার্ডস বলেন, চকলেট ব্যাঙ দেখতে চমৎকার। উষ্ণ আবহাওয়ায় এদের বসবাস। তবে এসব অঞ্চলের জলাভূমিতে প্রচুর কুমিরের বাস। তাই নতুন এই প্রজাতির সন্ধান নিয়ে গবেষণায় বিলম্ব হয়েছে।

আরও পড়ুন : ঠিক বিয়ের পরই দম্পতিরা Sex সংক্রান্ত কী কী সমস্যায় পড়েন? জানাল সমীক্ষা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest