Bangladesh Fire: Massive Blaze Erupts at Bangabazar Wholesale Market in Dhaka

Bangladesh Fire: ইদের আগে ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৫০০০ দোকান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিধ্বংসী আগুন বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় (Dhaka)।মঙ্গলবার সকালে ঢাকার বিখ্যাত বঙ্গবাজারে (Bongo Bazar) আগুন লাগে।  জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজারে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে একটার পর একটা দোকান। এবং আশেপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ছে আগুন।

মঙ্গলবার সকালে  আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। পরে ইউনিটের সংখ্যা বাড়তে থাকলেও আগুন আরও বিধ্বংসী আকার ধারণ করে ছড়িয়ে পড়ে পাশের আরেকটি মার্কেটে। পুলিশের সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মচারী হাসপাতাল, পশু হাসপাতাল, ফায়ার সার্ভিসের সদর দপ্তর, সেনা, নৌ ও বিমানবাহিনীর গাড়ি এনে জল দেওয়া হয়। তবুও আগুন নিয়ন্ত্রণে আনা রীতিমত যুদ্ধকালীন পরিস্থিতি হয়ে উঠেছে। কয়েকঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দশা দমকল বাহিনী। জল সংকটের জেরে কাজে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: Silicon Valley Bank: মাত্র ৯৯ টাকায় সিলিকন ভ্যালি ব্যাংকের ব্রিটেন শাখা কিনল HSBC ব্যাংক!

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তথ্য অনুযায়ী, বঙ্গবাজারে বিভিন্ন কাপড়ের গোডাউন-সহ ৫ হাজারের বেশি দোকান রয়েছে। প্রায় সবগুলো দোকানই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বঙ্গবাজার মার্কেটের পাশে এনক্সকো ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।  অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকা ও আশেপাশের সড়কে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। সেইসঙ্গে বন্ধ হানিফ ফ্লাইওভারেও যান চলাচলও।

ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। তবে শুধু ধোঁয়া নয়, ধোঁয়ার পাশাপাশি ব্যবসায়ীদের মর্মান্তিক কান্নাতেও ঢেকে গিয়েছে গোটা এলাকা। কান্নায় ভারী হয়ে আছে বঙ্গবাজার এলাকার বাতাস। ইদের আগের এই আগুনে দেড় লাখ মানুষের জীবন ও জীবিকা বিপন্নতার মুখে।

আরও পড়ুন: Ro Khanna: ‘গান্ধীবাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’, রাহুলের সাংসদ পদ খারিজের নিন্দায় মার্কিন কংগ্রেসের সদস্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest