BBC Presenter Paid Teen For Explicit Photos Suspended

BBC Presenter : টাকার বিনিময়ে নাবালিকাকে নগ্ন ছবি পাঠানোর প্রস্তাব! সাসপেন্ড বিবিসির উপস্থাপক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এক উপস্থাপককে বরখাস্ত করল বিবিসি। অভিযোগ, টাকার বিনিময়ে এক নাবালিকাকে কুপ্রস্তাব দিতেন তিনি। প্রায় তিন বছর ধরে সেই নাবালিকার কাছ থেকে অশ্লীল ছবি চেয়ে পাঠাতেন অভিযুক্ত। তদন্তের পর উপস্থাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা।

ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী লুসি ফ্রেজার জানিয়েছেন, তাঁরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছেন এবং এই বিষয়ে বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভির সঙ্গেও কথা হয় তাঁর। বিবিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে ‘সংবেদনশীলতার সঙ্গে’ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছিলেন মন্ত্রী। তারপরই ওই কর্মীকে সাসপেন্ড করার কথা জানায় বিবিসি।

আরও পড়ুন: PM Modi meets Sundar Pichai : বিনিয়োগ করবে গুগল, মোদির সঙ্গে সাক্ষাতের পর বললেন পিচাই

সম্প্রতি ব্রিটেনের ‘সান’ পত্রিকার একটি প্রতিবেদনে জানানো হয়, এক নাবালিকার মা বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, নাবালিকা মেয়েকে ৩৫ হাজার পাউন্ড অর্থ দিয়ে নগ্ন এবং আপত্তিকর ছবি চেয়ে পাঠাতেন অভিযুক্ত ব্যক্তি। তিন বছর ধরে এই কাজ করছিলেন তিনি। নাবালিকার পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি যখন এই ‘কুকর্ম’ শুরু করেন, তখন মেয়েটির বয়স মাত্র সতেরো। যদিও এখন ওই নাবালিকার বয়সের নিরিখে সাবালিকা হয়ে যাওয়ার কথা।

গত মে মাসেই এই মর্মে অভিযোগ জমা পড়েছিল বিবিসির কাছে। গত বৃহস্পতিবার দ্বিতীয় অভিযোগটি জমা পড়ে। তারপরই দ্রুত তদন্ত প্রক্রিয়া চালিয়ে অভিযুক্তের বিরুদ্ধে বেশ কিছু তথ্যপ্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিবিসির তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, “আমাদের এক জন পুরুষ সহকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।”

আরও পড়ুন: Helicopter Crash: নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest