Site icon The News Nest

শুরু তালিবান-রাজ, কাবুল ছাড়ল শেষ এয়ার ইন্ডিয়া বিমান

air india

কাবুল ছেড়েছে শেষ এয়ার ইন্ডিয়া বিমান।  দিল্লির মাটিতে আজ রাতেই পৌঁছবে উড়ানটি। তাতে মোট ১২৯ যাত্রী রয়েছে।  রবিবার তালিবান বাহিনী কাবুল দখল নিতেই নাগরিকদের নিয়ে তড়িঘড়ি রাজধানী শহর ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র।

এত দিন নয়া দিল্লি থেকে কাবুল পর্যন্ত সপ্তাহে তিন বার বিমান চলাচল করত। আফগানিস্তানে তালিবান-রাজ শুরু হতেই দু’দেশের মধ্যে উড়ান পরিষেবা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে বলেই জানিয়েছে ওই সরকারি সূত্র। রবিবার সকালেও একটি দিল্লি-কাবুল চার্টার বিমান বাতিল করা হয়েছে।

আরও পড়ুন :  75th Independence Day: পরিবহণ ব্যবস্থায় ‘বিপ্লব’ আনতে ১০০ লক্ষ কোটির ‘গতিশক্তি’ প্রকল্প ঘোষণা মোদীর

আফগানিস্তানে গায়ের জোরে তালিবান সরকার গঠন করলে সেই সরকারকে মান্যতা দেবে না ভারত, জার্মানি, তাজিকিস্তান-সহ বাকি দেশগুলি, কাতার জোটের পক্ষ থেকে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু আমেরিকা, ব্রিটেন ও ইরানের মুখ না-খোলা, রাশিয়া-চিন-পাকিস্তানের তালিবানকে প্রচ্ছন্ন সমর্থনের জেরে কাবুল-নীতি নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছে নয়া দিল্লি। দোহাতে ভারতের প্রতিনিধিদের সঙ্গে তালিবান নেতৃত্বের শীঘ্রই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির কারবারিদের একাংশের মত, সমস্ত কিছুই নির্ভর করছে ওই বৈঠকের উপর।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল,দোলা-অপরূপার গাড়িতে হামলার অভিযোগ

Exit mobile version