Biden confirms Kamala Harris 'going to be my running mate' in 2024

২০২৪-এ ফের মার্কিন ভাইস প্রেসিডেন্টের দৌড়ে থাকবেন কমলা, ঘোষণা বাইডেনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০২৪ সালে (US president election 2024 ) ফের আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদের দৌড়ে শামিল হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris will be running mate of Joe Biden in 2024)৷ মার্কিন রাষ্ট্রপতি হিসেবে এক বছর পূর্তিতে এমন সম্ভাবনার কথা জানালেন জো বাইডেন (US president Joe Biden)৷ তাঁর দাবি, আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে তিনি যদি লড়েন, তাহলে তাঁর রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদের জন্য ফের লড়বেন কমলা ৷

গতকালই প্রেসিডেন্ট পদে এক বছর পূর্ণ করেন জো বাইডেন। সেই উপলক্ষেই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসে। সেখানেই কমলা হ্যারিসকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে ৷ ভোটাধিকার নিয়ে ভাইস প্রেসিডেন্টের কাজে কি তিনি সন্তুষ্ট ? ২০২৪ সালেও কি কমলাই ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন ? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বাইডেন বলেন, “হ্যাঁ, হ্যাঁ ৷ এক নম্বর কথা হল, তিনিই আমার রানিং মেট হবেন ৷ আর দ্বিতীয় কথা হল, আমি তাঁকে দায়িত্ব দিয়েছি ৷ আমি মনে করি তিনি খুব ভাল কাজ করছেন ৷”

আরও পড়ুন: পর্যটক বোঝাই নৌকার উপর ভেঙে পড়ল পাহাড়! মৃত ৭, দেখুন মর্মান্তিক ভিডিও

উল্লেখ্য, সম্প্রতিই শোনা গিয়েছিল, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৯ বছর বয়সী বাইডেন ফের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন কিনা, জানতে চাওয়া হলে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, “আমি এই বিষয়ে ভাবি না। আমরা এই বিষয়ে কথাও বলিনি এখনও অবধি।”

কমলা হ্যারিস আমেরিকার প্রথম ভাইস প্রেসিডেন্ট যিনি একজন মহিলা, কৃষ্ণাঙ্গ এবং ভারতীয়-মার্কিন বংশোদ্ভূত ৷ ওকল্যান্ডে জন্ম তবে বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার বার্কলেতে ৷ তাঁর বাবা-মা ভারত ও জামাইকা থেকে ওয়াশিংটনে গিয়ে বসবাস শুরু করেছিলেন ৷

আরও পড়ুন: বিস্ফোরণে কেঁপে উঠল আবু ধাবি বিমানবন্দর এলাকা, নিহত ২ ভারতীয়-সহ ৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest