কয়েক দিন আগেই টুইটারের সিইও পদে বসেছেন ভারতীয় পরাগ আগরওয়াল। এবার ফের এক আন্তর্জাতিক সংস্থার মাথায় বসলেন আর এক ভারতীয়। ফ্রান্সেক বিখ্যাত ফ্যাশন সংস্থা শনেল- এর গ্লোবাল সিইও পদে বসছেন ভারতীয় বংশোদ্ভূত লীনা নায়ার। পারিবারিক ব্যবসা থেকে শুরু হয়া এই ফরাসি ফ্যাশন ব্র্যান্ড বর্তমানে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছে। সেই সংস্থাতেই দায়িত্ব পেলেন নায়ার। এর আগে ইউনিলিভার-এ ছিলেন তিনি।
৫২ বছরের এই ভারতীয় কন্যার উন্নতির শিখর পৌঁছনোর সফরটা বেশি ঈর্ষণীয় ৷ কোলাপুরের হোলি ক্রস কনভেন্ট হাইস্কুল থেকে পড়াশোনা শুরু লীনা নায়ারের (Leena Nair from Kolhapur) ৷ স্কুলের গণ্ডী পেরিয়ে সাংলির ওয়ালচন্দ কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন ৷ তবে সেখানেই থেমে থাকেননি ৷ জামশেদপুর থেকে সোনার পদক নিয়ে ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেন লীনা ৷
আরও পড়ুন: ভয়াবহ ট্যাঙ্কার বিস্ফোরণে হাইতিতে মৃত অন্তত ৬২, মৃত্যুপুরী গোটা এলাকা
এরপর তিনি একটু একটু করে নিজের কেরিয়ার গোছাতে শুরু করেন ৷ ১৯৯২ সালে হিন্দুস্থান ইউনিলিভারের ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কাজ শুরু ৷ এরপর লিপ্টন ফ্যাক্টরি-সহ তিনটি কোম্পানিতে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ৷ ২০১৩ সালে তিনি হিন্দুস্থান ইউনিলিভারের এইচআর হন ৷ তাঁকে কোম্পানির গ্লোবাল হেড অফ ডাইভার্সিটির পদও দেওয়া হয় ৷
এরপর ২০১৬ সালে লীনা লন্ডনে ইউএলই ইউনিলিভার লিডারশিপের এক্সিকিউটিভ হিসেবে কাজে যোগ দেন ৷ প্রথম ও কনিষ্ঠতম মহিলা হিসেবে ইউনিলিভারের সিএইচআরও হন তিনি ৷ বিগত কয়েক বছরে তাঁর সাফল্য ও অভিজ্ঞতার পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হল নয়া পদ ৷ এ বার তিনি ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস চ্যানেলের গ্লোবাল সিইও (Chanel ceo Leena Nair)-র দায়িত্ব সামলাবেন ৷ তাঁর জন্য আমাদের তরফেও রইল শুভেচ্ছা ৷
আরও পড়ুন: সেনার বিরুদ্ধে প্রচারের অভিযোগ, আং সান সু কি- চার বছরের কারাদণ্ড