Site icon The News Nest

গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতে তৈরি কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা WHO-র

syrup

ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় ৬৬টি শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বুধবার (৬ অক্টোবর) ওই সিরাপগুলোর বিষয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি কিডনি বিকল হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে গাম্বিয়ায়। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপই পাঁচ বছরের কম বয়সি ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ। ওই চার সিরাপ নিয়ে ইতিমধ্যেই একটি সতর্কবার্তা জারি করেছে হু। প্রস্তুতকারক সংস্থা এবং নিয়ামক সংস্থার সঙ্গে যৌথ ভাবে তদন্তও শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন: Prince Charles: লাগবে না পাসপোর্ট-লাইসেন্স, ব্রিটেনের রাজা চার্লস কী কী সুবিধা পাচ্ছেন জানলে অবাক হতে হয়

প্রোমেথাজি়ন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং মাগরিপ এন কোল্ড সিরাপ- এই চারটি সিরাপের সঙ্গে আফ্রিকার শিশুমৃত্যুর যোগ রয়েছে বলে আশঙ্কা WHO এর। ওই সংস্থা ওষুধগুলির গুণমান ও সুরক্ষা সংক্রান্ত কোনও তথ্য জমা দেয়নি বলেও অভিযোগ। হু-র সতর্কবার্তায় বলা হয়েছে, ‘‘ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলির মধ্যে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে।’’ বুধবার একটি সাংবাদিক সম্মেলনে হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেন, ‘‘এখনও পর্যন্ত গাম্বিয়াতে ওই চার সিরাপের অস্তিত্ব মিলেছে। তবে অন্য দেশও ওই সিরাপ ব্যবহার করে থাকতে পারে।’’

উল্লেখ্য, বিশ্বের এক তৃতীয়াংশ ওষুধই উৎপাদন করে ভারত। যদিও ভারতের বাজারে মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কোনও ওষুধ বিক্রি করা হয় না। এমনই দাবি করল সর্বভারতীয় ওষুধ বিক্রেতা সংগঠন। বৃহস্পতিবার অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের তরফে বলা হয়েছে, ‘ভারতে মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কোনও ওষুধ বিক্রি করা হয় না। ওরা শুধু রফতানি করে থাকে। তাও ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ভারতের ওষুধ নিয়ন্ত্রক) তরফে কোনও নির্দেশিকা দেওয়া হলে আমরা তা মেনে চলব।’

আরও পড়ুন: Bangladesh: মহালয়ায় পুজো দেওয়ার পথে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ২৪

Exit mobile version