#নটিংহ্যাম: বৃষ্টিতে ভেস্তে গেলে ভারত-নিউজিল্যান্ড লড়াই৷ দু-দলের মধ্যে এক পয়েন্ট করে ভাগ হয়ে গেল৷ তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল ভারত৷ ৪ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল নিউজিল্যান্ড৷ আর ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷
গত কয়েকদিন ধরেই নটিংহ্যামের আকাশ মেঘাচ্ছন্ন। মাঝেমধ্যেই হচ্ছে বৃষ্টি। সেটাই দেখা গেল বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার আগে। সকাল থেকে বৃষ্টি না হলেও আউটফিল্ড ছিল ভিজে। ফলে টস করেননি আম্পায়াররা। তাঁরা পরিস্থিতি আরও একটু দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারমধ্যেই ফের শুরু হয়ে গেল বৃষ্টি।এটা নিয়ে চলতি বিশ্বকাপে বৃষ্টির জন্য চতুর্থ ম্যাচ ভেস্তে গেল। ইতিমধ্যেই বিশ্বকাপের সূচি নিয়ে প্রশ্ন উঠেছে। কেন রিজার্ভ ডে রাখা হল না? এ নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে আইসিসি-কে। জবাবে ঢোঁক গিলে আইসিসি প্রধান ডেভ রিচার্ডসন জানিয়েছেন, ‘‘এই ক্রিকেট বিশ্বকাপ রাউন্ড রবিন ফরম্যাটের হওয়ায় এমনিতেই টুর্নামেন্টের দৈর্ঘ্য বেড়ে গিয়েছে। তার উপরে আলাদা করে গ্রুপ লিগের জন্য রিজার্ভ ডে রাখলে বিশ্বকাপের দৈর্ঘ্য আরও বাড়ত এবং সেটা এই টুর্নামেন্টকে আরও জটিলতর করে তুলতো।’’
টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থেকে অবশ্য রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত৷ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বিরাটবাহিনী৷ তার পর গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে বিশ্বকাপে সুহানা-সফর চলছিল কোহলিবিগ্রেডের৷ কিন্তু এদিন গতবারের রানার্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার না কাটলেও ম্যাঞ্চেস্টার মহারণের আগে ছন্দ হারাল কোহলি অ্যান্ড কোং৷