#লন্ডন: কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে৷ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা৷ তারপরই শুরু ক্রিকেটের মহাযজ্ঞ৷ ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে দ্বাদশতম ক্রিকেটবিশ্বকাপের আসর৷ প্রথম ম্যাচে কেনিংটনে ওভালে আয়েজক ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা৷
ইয়ন মর্গ্যানের অধিনায়কত্বে ঘরের মাঠে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু করছে ইংল্যান্ড। ২০১৫তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। আর সেখান থেকে গত চার বছরে এতটাই উন্নতি করেছে যে এ বার গোটা বিশ্ব জুড়ে বিশেষজ্ঞরা ইংল্যান্ডকেই ফেভারিট হিসেবে বাজি ধরছেন। সঙ্গে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বিশ্বকাপ খেলতে নামছেন ব্রিটিশরা। গত কয়েক বছরে দু’বার রেকর্ড ওডিআই রান করেছে ইংল্যান্ড (৪৮১-৬)। ইংল্যান্ডের সব থেকে বড় ভরসা তাদের ব্যাটিং। জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, মর্গ্যান ও জোস বাটলাররা ইংল্যান্ড ব্যাটিংকে একটা উচ্চতায় নিয়ে গিয়েছে। সেরা সাত ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন তাঁরা। মনে করা হচ্ছে চোখের পলক ফেলার আগেই খেলার মোর ঘুরিয়ে দিতে পারে এই ব্যাটিং লাইনআপ।
অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ইতিহাস বেশ হৃদয় বিদারক। চারবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে এখনও পর্যন্ত। এ বার তারাও রয়েছে নজরে। দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন অবশ্য মনে করেন, ইংল্যান্ড আয়োজক দেশ হওয়ায় চাপটা মূলত তাদের উপরই অনেকটা বেশি থাকবে। এবং স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসন না থাকাটাকেও তিনি তাদের জন্য সদর্থক দিক হিসেবেই দেখছেন।
এক নজরে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে কী হতে পারে ইংল্যান্ডের প্রথম একাদশ
জেসন রয়, জনি বেয়াস্টো, জো রুট, ইয়ং মর্গ্যান(অধিনায়ক), বেন স্টোকস, জোস বাটলার(উইকেট কিপার), মইন আলি, ক্রিস ওকস, লিয়াম পানকেট/মার্ক উড(ফিট সার্টিফিকেট পেয়েছেন উড), জোফরা আর্চার ,আদিল রাশিদ৷
এক নজরে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে কী হতে পারে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
হাসিম আমলা, কুন্টন ডি’কক(উইকেট কিপার), ফাফ ডুপ্লেসি(অধিনায়ক), ভ্যান ডার ডাসেন, জে পি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, অ্যান্ডাইল ফেহেলুকোয়াও, কাসিগো রাবাদা, লুঙ্গি এনগিদি, ক্রিস মরিস, ইমরান তাহির৷
স্টার স্পোর্টন নেটওয়ার্কে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে দেখা যাবে এই ম্যাচ ।