#World Cup 2019: বড় ধাক্কা ভারতের, বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় ৩ সপ্তাহ মাঠের বাইরে ধাওয়ান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নটিংহ্যাম: বিশ্বকাপে প্রথম দু’ম্যাচেই জয় পেয়ে ছন্দে রয়েছে ভারত। তবে এরই মাঝে কিছুটা দুঃসংবাদ ভারতীয় শিবিরে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান। ফলে কার্যত গোটা বিশ্বকাপেই আর পাওয়া যাবে না টিম ইন্ডিয়ার গব্বরকে। এর জেরে ওপেনিংয়ে বড়সড় সমস্যায় পড়তে হতে পারে ভারতকে। ধাওয়ানের পরিবর্ত হিসেবে শীঘ্রই কাউকে ইংল্যান্ডে পাঠানো হবে বলে বোর্ড সূত্রের খবর।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাকালীন বুড়ো আঙুলে চোট পান ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সময় হঠাৎ করে কুলটার-নাইলের একটা বল লাফিয়ে ধাওয়ানের বুড়ো আঙুলে লাগে। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিওকে ডেকে পাঠান গব্বর। আঙুলে স্প্রে লাগিয়ে ফের খেলা শুরু করেন। ওই অবস্থাতেই নিজের ১৭ তম সেঞ্চুরি হাঁকান ধাওয়ান। তারপর ফের একবার মাঠে ফিজিও ডাকতে হয়। বোঝা যাচ্ছিল, যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন এই বাঁ’হাতি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিংও করতে দেখা যায়নি টিম ইন্ডিয়ার গব্বরকে। তাঁর জায়গায় জাদেজা নেমে ফিল্ডিং করেন। কিন্তু ম্যাচ জিতে পুরস্কার নেওয়ার সময় ধাওয়ান বলেছিলেন চোট ততটা গুরুতর নয়। আশা করছেন নিউজিল্যান্ড ম্যাচের আগে ফিট হয়ে যাবেন। সেটা আর হল না।

সোমবারই তাঁর স্ক্যান করানো হয়। স্ক্যান রিপোর্ট প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে শিখরের আঙুলে চিড় রয়েছে। যার জেরে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে গব্বরকে। ফলে বিশ্বকাপ অভিযান কার্যত শেষ শিখরের। পরবর্তী পাঁচটি ম্যাচে পাওয়া যাবে না ভারতীয় দলের এই ওপেনারকে। ভারতের পরের পাঁচটি ম্যাচ নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। এর মধ্যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড রয়েছে দুর্দান্ত ফর্মে। তাছাড়াও রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো বিপজ্জনক দল।

ধাওয়ানের পরিবর্ত হিসেবে আদৌ কাউকে পাঠানো হবে কি না বা পাঠানো হলেও কাকে পাঠানো হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিসিসিআইয়ে। লড়াইয়ে এগিয়ে ঋষভ পন্থ, রায়ডুরা। তবে, ধাওয়ানকে এতগুলো ম্যাচে না পাওয়াটা যে ভারতীয় শিবিরের জন্য বড়সড় ধাক্কা এ বিষয়ে কোনও সংশয় নেই। কারণ, ভারতীয় দল অনেকটাই নির্ভর করে টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানের উপর। ধাওয়ান ভারতীয় দলের অন্যতম স্তম্ভ, তাছাড়া বড় টুর্নামেন্ট ভালো খেলার ইতিহাস রয়েছে তাঁর। এ হেন ওপেনারের ঘাটতি কোহলিরা কীভাবে পূরণ করেন সেটাই এখন দেখার।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest