#World Cup 2019: বিসিসিআইয়ের নির্দেশ, শিখরের পরিবর্তে দলে ঋষভ পন্থ, ইংল্যান্ড রওনা দিতে পারেন আজই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: শিখর ধাওয়ানের চোটের ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আপাতত দলের সঙ্গেই যে তিনি থাকছেন, সে সম্পর্কে মঙ্গলবার সন্ধ্যায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। তবে সূত্রের খবর, ‘কভার’ হিসেবে তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তকে ইংল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে শীঘ্রই।

বোর্ড সূত্রে খবর, বাঁ হাতি এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ধাওয়ানের ব্যাক আপ হিসেবে ডেকে নেওয়া হয়েছে। বুধবার বিকেলের দিকে বা বৃহস্পতিবার সকালেই তিনি ইংল্যান্ড পৌঁছে যাবেন বলে মনে করা হচ্ছে। দলের সঙ্গে যোগ দিয়েই তিনি প্র্যাকটিস শুরু করে দেবেন, যাতে প্রয়োজনে পাকিস্তান ম্যাচেই তাঁকে ব্যবহার করা যেতে পারে।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সময় হঠাৎ করে কুলটার-নাইলের একটা বল লাফিয়ে ধাওয়ানের বুড়ো আঙুলে লাগে। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিওকে ডেকে পাঠান গব্বর। আঙুলে স্প্রে লাগিয়ে ফের খেলা শুরু করেন। ওই অবস্থাতেই নিজের ১৭ তম সেঞ্চুরি হাঁকান ধাওয়ান। তারপর ফের একবার মাঠে ফিজিও ডাকতে হয়। বোঝা যাচ্ছিল, যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন এই বাঁ’হাতি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিংও করতে দেখা যায়নি টিম ইন্ডিয়ার গব্বরকে। তাঁর জায়গায় জাদেজা নেমে ফিল্ডিং করেন। গতকাল বলা হয় শিখরকে দু সপ্তাহ টিমের বাইরে থাকতে হবে।  মেডিকেল টিম যদি  দেখতে পায় আশানুরূপ ভাবে শিখরের অবস্থার কোনও উন্নতি হচ্ছে না তখন বিসিসিআই আইসিসিকে পরিবর্তনের জন্য অনুরোধ করবে।

হরভজন থেকে পিটারসন সবাই  ঋষভ পন্থকে নেওয়ার দাবি তুলেছেন। বোর্ডের মনোভাব দেখে বোঝা যাছে তারা  ঋষভকেই দলে সুযোগ দেওয়ার দিকে এগিয়ে  চলেছেন। শিখরের জায়গায় নিউজিল্যান্ড ম্যাচে ওপেন করবেন কে এল রাহুল এবং চার নম্বরের দাবিদার হিসেবেই যে  ঋষভ পন্থকে নেওয়া হতে পারে তাই মনে করা হছে। অবশ্যই ঋষভের আইপিএলের পারফরম্যান্সের জন্য তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। সুত্রের খবরে এও বলা হছে শিখর যদি এক সপ্তাহের মধ্যে ফিটনেসে উন্নতি করতে না পারেন তখনই  ঋষভকে সুযোগ দেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest