#World Cup 2019: শর্ট বলেই শেষ পাকিস্তান, জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নটিংহ্যাম: বিশ্বকাপের দ্বিতীয় দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার পাকিস্তানকে হেলায় হারিয়ে টুর্নামেন্ট শুরু করল ওয়েস্ট ইন্ডিজ৷

পাকিস্তান দলটাকে বাকি দলগুলো ভয় পায়। এমনই হুঙ্কার ছেড়ে রেখেছিলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বিশ্বকাপে নামার আগে।নিজেরাই নিজেদের ব-কলমে ফেভারিট তকমা দিয়ে মাঠে নেমেছিলেন সরফরাজ, ফকর জামানরা। কিন্তু বাস্তবের মাটিতে নেমে হল ঠিক উল্টো। ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ৷ ব্যাট হাতে রানের পাহাড় গড়ার বদলে শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাক দল৷ ‘মেন ইন মেরুন’-র বোলারদের একের পর এক শট বলে উইকেট উপহার দিয়ে আসে ইমাম-ফকহররা৷ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনওরকম ১০০ রানের গণ্ডি পেরলো পাকিস্তান। সরফরাজদের ইনিংস শেষ হল ১০৫ রানে।

১০৬ রানে সহজ টার্গেট তাড়া করতে নেমে এরপর ৩ উইকেট হারিয়ে ১৪ ওভারের মধ্যেই তুলে ফেলে ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল হোল্ডার অ্যান্ড কোম্পানি৷ রান তা়ড়া করতে নেমে ব্যাট হাতে অর্ধশতরান ইনিংস ক্রিস গেইলের৷ ৩৪ বল খেলে ৩টি ছয় ও ৬টি চারের সাহায্যে ৫০ রান করেন গেইল৷ কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপটা শুরু করলেন দারুণ ছন্দে৷ বয়স ৩৯ ছাড়িয়েছে, সেক্ষেত্রে ধরে নেওয়াই যায় এটাই শেষ বিশ্বকাপ গেইলের৷ আর বিশ্বকাপের জার্নি শুরু করলেন অর্ধশতরান দিয়ে৷ অন্যদিকে এই নিয়ে টানা ১১টি ওয়ান ডে ম্যাচ হেরে বসল পাকিস্তান দল৷

হোল্ডার-রাসেল-থমাসকে কোনো ভাবেই হোল্ডিং-গার্নার-রবার্টসদের সঙ্গে তুলনা করা যাবে না। কিন্তু এ দিন এই পেসাররা এই স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন ক্যারিবিয়ানদের। পাকিস্তান ১০০-এর একটু বেশি রানে অল আউট হল, সেটা যতটা আকস্মিক তার থেকেও বেশি আকস্মিক ব্যাপার, কী ভাবে একের পর এক শর্ট বল এবং বাউন্সারে ওয়েস্ট ইন্ডিজকে উইকেট দিয়ে এসেছে তাদের ব্যাটসম্যানরা। শর্ট বলে আউট করার ধারা শুরু করেছিলেন রাসেল। তাঁর বাউন্সার সামলাতে বোল্ড হয়ে ফিরে যান ফাকর জামন এবং বাবর আজম। তার পর যাবতীয় নজরের কেন্দ্রবিন্দুতে ওশেন থমাস। একাই চার জনকে শিকার করে ফেললেন তিনি। বাকি কাজটা সেরে ফেললেন অধিনায়ক জেসন হোল্ডার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest