Site icon The News Nest

দক্ষিণ আফ্রিকার হিংসায় নিহত বেড়ে ৩৩৭

South africa

প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আটকের পর থেকে দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ শুরু হয়েছে।  পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ২৭৬ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রপতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সহিংসতায় শেষ পাওয়া খবর অনুযায়ী,কোয়াজুলু-নাটাল প্রদেশে ৩৩৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া গওতেংয়ে আরো ৪২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ‘সুপার এমারজেন্সির থেকেও ভয়ংকর’, Pegasus প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের একজন মেয়র জানান, দাঙ্গা ও সহিংসতা শুরুর পর থেকে কোয়াজুলু-নাটালে কমপক্ষে ৮০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। লুটপাট হওয়া পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি ডলার।জুমাকে গ্রেপ্তারের পর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। দোকানপাট লুটের পাশাপাশি শুরু হয় ভাঙচুর। অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জুমাকে গ্রেপ্তার করা নিয়ে ক্ষোভ ছিলই, তার সঙ্গে যুক্ত হয় লকডাউনে প্রচুর মানুষের চাকরি যাওয়া এবং খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার ঘটনা।

আরও পড়ুন : সহজে শিক্ষক-বদলির জন্য TMC সরকার আনল ‘উৎসশ্রী’ প্রকল্প

Exit mobile version