ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৪৫

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪৫ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৫০ জনকে। রোববার সকালে ৯০ জনের বেশি আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য। দুর্ঘটনায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁদের মধ্যে ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকারীরা। গত ৩০ বছরের মধ্যে ফিলিপাইনে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা।

আরও পড়ুন : হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সিস

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা বলেন, রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সুলু প্রদেশের জোলো শহরের কাছে সামরিক বাহিনীর ওই বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। কাগায়ান দে ওরো এলাকা থেকে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও যাচ্ছিল বিমানটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ৯০ জনের বেশি আরোহী ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বেসামরিক লোক। চারজন বেসামরিক লোকও আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায়। গাছগাছালি পরিবেষ্টিত একটি স্থানে বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনাস্থলের কাছে কিছু ভবনও দেখা যায়।

প্রতিরক্ষা বাহিনী সূত্র জানায়, দক্ষিণাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আবু সায়াফের সঙ্গে লড়াই করার জন্য বিমানটিতে করে অতিরিক্ত সেনাসদস্য পাঠানো হচ্ছিল।

সরকারি কর্মকর্তারা বলেন, বিমানে হামলা চালানোর কোনো লক্ষণ পাওয়া যায়নি। উদ্ধারকাজ শেষে হলে এ ঘটনায় তদন্তকাজ শুরু হবে।

বার্তা সংস্থার খবরে উল্লেখ করা হয়, বিমানটির আরোহীদের অনেকেই সম্প্রতি সেনাবাহিনীর বনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

আরও পড়ুন : মাঝ সমুদ্রে আগুন! মেক্সিকো উপসাগরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ভিডিও ভাইরাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest