Delta Airlines sued as drunk passenger sexually assaults mom & teen daughter

Delta Airlines : মাঝ আকাশেই মা-মেয়েকে যৌন হেনস্তা, অভিযুক্ত মদ্যপ বিমানযাত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাঝ আকাশে মদ্যপ যাত্রীর লাগাতার অসভ্যতামি দেখেও চুপ ছিলেন বিমান ক্রুরা। শুধু তাই নয়, ওই যাত্রীকে চাহিদা মতো মদও জোগাচ্ছিলেন তারা-এমনই অভিযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন এক মহিলা যাত্রী। তিনি দাবি করেছেন, ওই মদ্যপ যাত্রী শুধু বিমানের মধ্যে মাতলামিই করেননি, তাকে এবং তার মেয়েকে যৌন নিগ্রহের চেষ্টা করেছেন।

ঠিক কী হয়েছিল? নিউ ইয়র্ক থেকে এথেন্সগামী একটি বিমানে ওঠেন এক মদ্যপ যাত্রী। কিন্তু এরপরও তিনি টানা মদ পরিবেশন করার জন্য অনুরোধ করছিলেন বিমান সেবিকাদের। তিনি সহযাত্রীদের সঙ্গে অভব্যতা করছিলেন বলে অভিযোগ। নয় ঘন্টার যাত্রা পথে মোট ১১ বার ওই মাতাল যাত্রীকে মদ পরিবেশন করা হয়। ফলে নেশা চড়তে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ওই মদ্যপ যাত্রী। পাশের আসনে থাকা মহিলা ও তার মেয়েকে যৌন নিগ্রহের চেষ্টা করেন।

আরও পড়ুন: Helicopter Crash: নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬

টানা ৯ ঘণ্টা ওই কিশোরী ও তার মা’কে হেনস্তা করে যান অভিযুক্ত। প্রথমে কিশোরীর সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছিলেন। সে পাত্তা না দেওয়ায় মেজাজ হারিয়ে তাঁর উপরে চড়াও হন অভিযুক্ত। তার মা এরপর বাধা দিলে তাঁর সঙ্গেও অভব্যতা করেন অভিযুক্ত। অভিযোগ, অশালীনভাবে ওই মহিলার শরীর স্পর্শ করে অভিযুক্ত।

অভিযোগ, এরপর বিমান বন্দরে পৌঁছে গেলেও অভিযুক্তকে বিনা বাধায় বেরিয়ে যেতে দেন বিমানকর্মীরা। তাছাড়া বিমানে বারবার সাহায্য়ের আকুতি জানালেও ওই মহিলা ও তাঁর কিশোরী কন্যাকে ধৈর্য ধরে বসে থাকতে বলা হয় বলেও অভিযোগ। এরপরই ২০ লক্ষ ডলার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা রুজু হয় উড়ান সংস্থার বিরুদ্ধে।

আরও পড়ুন: Blind: ১১ অন্ধ সন্তানের জন্ম দিলেন মা, দুনিয়ার আলো দেখতে পায় না একজনও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest