Denmark to ban Quran burnings

Denmark: কোরান পোড়ালেই দৃষ্টান্তমূলক শাস্তি, নতুন আইন পেশ ডেনমার্কে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রকাশ্যে কোরআন পোড়ানো নিষিদ্ধ করতে চলেছে ডেনমার্ক। শুক্রবার এ সংক্রান্ত একটি আইন প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড।

ডেনমার্কের সরকার জানিয়েছে, আগুনে পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে কেউ যেন কোরআন অবমাননা না করতে পারেন— সেজন্য একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে তারা। এরমাধ্যমে কথিত বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে কেউ কোরআন পোড়াতে পারবে না। কোরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের উত্তেজনা দেখা দিয়েছে। সেই উত্তেজনা প্রশমনে এমন উদ্যোগ নিচ্ছে দেশটি।

ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগারাদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সরকার একটি আইনের প্রস্তাব দেবে, যেটিতে একটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় গুরুত্বপূর্ণ বস্তুর অসঙ্গত ব্যবহার নিষিদ্ধ করা হবে। এই আইনের মাধ্যমে এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ হবে। উদাহরণস্বরূপ— প্রকাশ্যে কোরআন, বাইবেল অথবা তোরাহ পোড়ানো।’

আরও পড়ুন: Millionaire: বাবার ফেলে রাখা আবর্জনা থেকে মিলল পুরনো পাসবুক, ৬০ বছর বাদে ছেলে কোটিপতি

উল্লেখ্য, কোরান পোড়ানোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগেই উত্তাল হয়ে পড়েছিল আন্তর্জাতিক রাজনীতি। জুন মাসে ইদের দিন সুইডেনের রাজধানী স্টকহোমে কোরান পুড়িয়ে প্রতিবাদ দেখান বছর সাঁইত্রিশের ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা। শহরটির সবথেকে বড় মসজিদের সামনে ধর্মগ্রন্থটিকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলেন তিনি। খণ্ডিত পৃষ্টাগুলিকে মাড়িয়েও দেন তিনি। স্থানীয় পুলিশ জানায়, বাকস্বাধীনতার নীতি মেনেই মোমিকার প্রতিবাদী কর্মসূচিকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। এরপর থেকেই সুইডেন প্রশাসনের ক্ষোভ উগরে দেয় বিভিন্ন দেশ।

অন্যদিকে, কোরান পোড়ানোর খবর পেয়ে ইরাকে অবস্থিত সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। কূটনৈতিকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সুইডেনের সরকারও। সেই ঘটনার কয়েকদিন পরেই সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাকের প্রশাসন। অবিলম্বে সুইডিশ রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আরও বেশ কয়েকটি দেশও সুইডেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে বলেও শোনা গিয়েছিল।

আরও পড়ুন: Vivek Ramaswamy: ১ ঘণ্টায় ৩ কোটি টাকা অনুদান! নজির ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest