Diwali 2023: S Jaishankar Meets Rishi Sunak, Gifts Bat Signed By Virat Kohli

Diwali 2023: সুনাকের বাসভবনে দীপাবলি, বিরাটের সই করা ব্যাট উপহার জয়শংকরের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীপাবলিতে (Diwali) বিরাট কোহলির (Virat Kohli) সই করা ব্যাট উপহার পেলেন ঋষি সুনাক (Rishi Sunak)। ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে সেই ব্যাট তুলে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। উপহারের পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তাও পৌঁছে দেন সুনাকের কাছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বাসভবনেই দীপাবলি পালন করেন জয়শংকর। প্রসঙ্গত, পাঁচদিনের জন্য ব্রিটেন সফরে পৌঁছেছেন বিদেশমন্ত্রী। এই সফরেই মুক্ত বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনা হতে পারে।

চলতি বিশ্বকাপে ভারতীয় দলের অনবদ্য পারফরম্যান্সে শুধু ভারতীয় নয়, বিদেশিরাও বিরাট কোহলির ভক্ত হয়ে উঠেছেন । এই তালিকায় সাধারণ মানুষই নয়, রয়েছেন তাবড় রাজনীতিবিদরা । বিরাট কোহলির ভক্তদের মধ্যে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। ঠিক এই কারণে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর দিওয়ালিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বিরাট কোহলির অটোগ্রাফ করা ব্যাট উপহার দেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে যাতে ঋষি সুনাক এবং এস. জয়শঙ্করকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। এই সময় সুনাক বিরাট কোহলির অটোগ্রাফ করা এমআরএফ ব্যাটটি ধরে আছেন।


রবিবার দীপাবলির সন্ধ্যায় স্ত্রী কয়োকোকে নিয়ে লন্ডনে পৌঁছন বিদেশমন্ত্রী। তার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে দীপাবলি পালন করতে দেখা যায় তাঁকে। টুইট করে বিদেশমন্ত্রী জানান, “দীপাবলির দিন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে ভারত ও ব্রিটেন দুই দেশই কাজ চালিয়ে যাচ্ছে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest