Donald Trump: ‘Get him out of here’: Trump boots reporter off plane, calls him ‘fake news’

Donald Trump: পর্ন তারকাকে ‘ঘুষ’ নিয়ে প্রশ্ন, সাংবাদিককে লাথি ট্রাম্পের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সাংবাদিককে লাথি মারার অভিযোগ উঠল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ, ট্রাম্পকে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক। নিষেধ করা সত্ত্বেও থামেননি। তার পরেই নাকি সাংবাদিককে লাথি মেরে বিমান থেকে বার করে দেন তিনি।

ঘটনাটি গত ২৫ মার্চের। আমেরিকান সংবাদ সংস্থা ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, টেক্সাসে একটি প্রচার অভিযানের পর নিজের বিমানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। সেখানে ছিলেন এনবিসি নিউজের সাংবাদিক ভগান হিলার্ড। তাঁদের কথোপকথনের একটি অডিয়ো ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি। তাতে শোনা গিয়েছে, প্রাক্তন প্রেসিডেন্টকে হিলার্ড জিজ্ঞাসা করছেন, পর্ন তারকার মামলার অগ্রগতি নিয়ে তিনি বিমর্ষ হয়ে পড়েছেন কি না। উত্তরে ট্রাম্প জানান, তিনি কোনও ভুল কাজ করেননি। তাই তিনি বিমর্ষও হননি।

এর পরেই নাকি ক্ষেপে ওঠেন ট্রাম্প। তিনি ওই সাংবাদিককে বলেন, ‘‘এটি একটি ভুয়ো খবর। আপনার সংস্থা ভুয়ো খবর ছড়ানোর বিষয়ে কুখ্যাত। আমাকে আর কোনও প্রশ্ন করবেন না। আমি শুনেছিলাম আপনি এক জন ভাল মানুষ। কিন্তু তা নয়। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না।’’

যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করেনি The News Nest। তবে অভিযোগ, ট্রাম্প এই কথাগুলি বলার পরেও সাংবাদিক থামেননি। একই বিষয়ে তিনি আরও প্রশ্ন করছিলেন। তখনই নাকি সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেন প্রাক্তন প্রেসিডেন্ট। তাঁকে লাথিও মারেন। তার পর ট্রাম্পের সহকারীরা ওই সাংবাদিককে বিমান থেকে বার করে দেন।

পর্ন তারকা স্টর্মিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ‘ঘুষ’ দেওয়ার ফৌজদারি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি। শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্প পর্ন তারকাকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest