Site icon The News Nest

বাংলাদেশে ৭ দিনের আনলক, ২৩ থেকে ফের লকডাউন

DOYEL

১৫ জুলাই থেকে সাময়িক আনলক হচ্ছে বাংলাদেশ (Bangladesh)। ফের ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চালু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত শ্রমজীবী মানুষের কথা ভেবে ঈদুল আজহারের আগে ব্যবসার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে হাসিনা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে বিবৃতি জারি করে জানিয়েছে, দোকানপাট, শপিং মল সব খোলা থাকবে এই ৭ দিন। চালু থাকবে গণপরিবহণও।  তবে ক্রেতা ও বিক্রেতাদের কঠোর ভাবে করোনাবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন:  ব্রা না-পরার একাধিক উপকারিতা রয়েছে জানেন কী?

হাসিনা প্রশাসন জানিয়েছে, দেশের আর্থ সামাজিক অবস্থা ঠিক রাখতেই ১৪ জুলাই মধ্য রাত থেকে ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত এই সাময়িক আনলক চালু থাকবে। ব্যাবসায়ীরা খুশি হলেও তাঁদের মতে, মুনাফার সম্ভাবনা নেই। কারণ, কোরবানি ঈদের কেনাকাটা ২-৩ সপ্তাহ আগে শুরু হয়। করোনার কারণে সেই ব্যবসা শেষ। ফলে এই ৬ দিনে যা টাকা আসবে, তাতে বড় জোর কর্মীদের বেতন দেওয়া যাবে।

হাসিনা প্রশাসন জানিয়েছে, দেশের আর্থ সামাজিক অবস্থা ঠিক রাখতেই ১৪ জুলাই মধ্য রাত থেকে ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত এই সাময়িক আনলক চালু থাকবে। ব্যাবসায়ীরা খুশি হলেও তাঁদের মতে, মুনাফার সম্ভাবনা নেই। কারণ, কোরবানি ঈদের কেনাকাটা ২-৩ সপ্তাহ আগে শুরু হয়। করোনার কারণে সেই ব্যবসা শেষ। ফলে এই ৬ দিনে যা টাকা আসবে, তাতে বড় জোর কর্মীদের বেতন দেওয়া যাবে।

আরও পড়ুন: ভারতে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি, দ্বিতীয় তরঙ্গে সেই ছাত্রী ফের ‘কোভিড পজিটিভ’

Exit mobile version