Explosions heard in Kyiv; Ukraine says Russian troops stopped from advancing

Russia-Ukraine crisis : ইউক্রেনে হামলা চালাল রাশিয়া, কিয়েভে শোনা গেল মারাত্মক বিস্ফোরণের শব্দ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বৃহস্পতিবার স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করার পর ইউক্রেন(Ukraine) রাশিয়ার(Russia) সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেবার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার ভোররাতে কিয়েভে(Kyiv) একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘সামরিক অভিযান’ ঘোষণা করার পর এটি ছিল এই গোলাবর্ষণ ও লড়াইয়ের দ্বিতীয় দিন । এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এ পর্যন্ত ১০ সামরিক কর্মকর্তাসহ ১৩৭ জন নিহত এবং ৩১৬ জন আহত হয়েছেন।।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Biden) বলেছেন, পুতিন ন্যাটোভুক্ত দেশগুলিতে গেলে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে। জোর দিয়ে তিনি বলেন, তার রুশ প্রতিপক্ষকে এখনই থামানো না হলে তিনি ছেড়ে কথা বলবেন না । ন্যাটোর পূর্ব দিকের দেশগুলি, বিশেষ করে বাল্টিক রাজ্য লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া, সকলেই মার্কিন সামরিক সৈন্য ও সরঞ্জাম পেয়েছে।

শুক্রবার বিকেলে, ইউক্রেন বলেছে যে তারা চেরনোবিল পারমাণবিক সাইট নিয়ন্ত্রণ হারিয়েছে, 1986 বিপর্যয়ের স্থান এবং চেরনোবিল প্ল্যান্টের কর্মীরা "অপহৃত " হয়েছে। বিশ্ব নেতারা এই আক্রমণের নিন্দা করেছেন এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা  করেছেন । এদিকে, চীন ক্রেমলিনের সমর্থন অব্যাহত রেখেছে এবং তার শুল্ক সংস্থা রাশিয়ার সমস্ত অঞ্চল থেকে গম আমদানির অনুমোদন দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskiy) বলেছেন, রাশিয়া শুক্রবার ভোর ৪ টা নাগাদ আবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। কিন্তু তার সৈন্যদের বেশিরভাগকেই অগ্রসর হতে বাধা দেওয়া হয়েছে।টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় জেলেনস্কি বলেন, রুশ হামলার লক্ষ্য ছিল সামরিক ও বেসামরিক উভয় লক্ষ্যবস্তু।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest