Food shortage, 13-hour power cuts, and no paper: How Sri Lankas economic crisis has worsened

Sri Lanka Crisis: খাবারেও টান! বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, প্রেসিডেন্টের বাড়ির বাইরে জ্বলল আগুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা। দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ পরিবহণ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে দেশ জুড়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধেয় বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর মানুষ।

কোনওক্রমে বিক্ষোভকারীদের ঠেকিয়ে রাখে পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷ কলম্বোর বিভিন্ন জায়গায় কার্ফু জারি করা হয়৷ এ দিন ভোরের দিকে কার্ফু প্রত্যাহার করা হয়৷ পুলিশ জানিয়েছে, মোট পয়তাল্লিশ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে৷ বিক্ষোভ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন পাঁচ জন পুলিশকর্মী৷ বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা৷

আরও পড়ুন: Viral Video: তিন দিন ধরে রেস্তোরাঁতে আটকে যুবক-যুবতী! চলল দেদার যৌনতা

উত্তর, দক্ষিণ এবং মধ্য কলম্বোর পাশাপাশি নুগেগোডা, মাউন্ট লাভানিয়ার মতো এলাকায় কার্ফু জারি করতে হয়৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট রাজাপক্ষকে পাগল বলে তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ৷ তাঁদের দাবি, রাজাপক্ষ এবং তাঁর পরিবারের যে যে সদস্য বিভিন্ন পদ আঁকড়ে রয়েছেন, তাঁদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে৷

স্বাধীনতার পর এত ভয়াবহ আর্থিক সঙ্কটে কখনও পড়েনি শ্রীলঙ্কা৷ জরুরি খাদ্য সামগ্রী, তেল, গ্যাসের জন্য হাহাকার তৈরি হয়েছে গোটা দেশে৷ গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি৷ আর্থিক সঙ্কট এমন পর্যাযে পৌঁছেছে যে জ্বালানির আমদানিও করতে পারছে না শ্রীলঙ্কার সরকার৷ যার জেরে দেশ জুড়ে একটানা ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না৷

আরও পড়ুন: Imran Khan: ইস্তফা দিচ্ছি না জানিয়ে আমেরিকা ও ভারতকে একহাত নিলেন ইমরান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest