Green Chilli Price: Indian Government Is Sending Chillies To Bangladesh

Green Chilli Price: কলকাতায় কাঁচা লঙ্কার দাম ‘আগুন’, তাও বাংলাদেশে ট্রাক-ট্রাক রফতানি ভারতের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা-সহ আশেপাশের বাজারে কাঁচা লঙ্কার দাম আকাশ ছুঁয়েছে। কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা। মহার্ঘ্য সেই আনাজই দেদার পাঠানো হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার সকালে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছে ভারত থেকে পাঠানো ৬০ মেট্রিক টন কাঁচা লঙ্কা।

পাঁচদিন ইদের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। আর প্রথম দিনই ভারত (India) থেকে পৌঁছেছে ৬ ট্রাক ভরতি কাঁচালঙ্কা। জোগান বাড়ায় আগামী সপ্তাহে বাজারে দাম কিছুটা কমবে বলে আশা। রবিবার বেলা ১১টা নাগাদ স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু হয় সাতক্ষীরার (Satkhira) ভোমরা বন্দর থেকে। জানা গিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচালঙ্কা (Chillies) বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: France: ১০ বছর ধরে অচেনা পুরুষদের দিয়ে ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ করাত স্বামী

গত কয়েক সপ্তাহে বাংলাদেশের বাজারে কাঁচা লঙ্কার দর আকাশ ছুঁয়েছিল। একদিকে টানা বৃষ্টির জেরে উৎপাদনে ঘাটতি, তার ওপর ধর্মীয় অনুষ্ঠানের জন্য লঙ্কার বিপুল চাহিদা। দু’য়ে মিলে সেদেশে লঙ্কার নাম কেজিপ্রতি ১০০০ টাকা ছাড়ায়। রবিবারও ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে কেজিপ্রতি ১২০০ টাকায় কাঁচা লঙ্কা বিক্রি হয়েছে। এর পরই জানা যায় হিলি সীমান্ত দিয়ে ভোমরা স্থলবন্দরে পৌঁছেছে লঙ্কাভর্তি ৬টি ট্রাক। মোট ৬০ টন লঙ্কা আমদানি করা হয়েছে। এই খবর ছড়াতে কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশের বাজারে লঙ্কার দর লাফিয়ে পড়তে শুরু করে। সোমবার সকালে ঢাকা-সহ বিভিন্ন বাজারে কেজিপ্রতি কাঁচা লঙ্কার দর দাঁড়ায় ১০০ বাংলাদেশি টাকা। যা এক দিন আগেও ছিল কেজিপ্রতি ১২০০ বাংলাদেশি টাকা। এমনকী বিভিন্ন বাজারে একটি কাঁচা লঙ্কা ১ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে, কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে কাঁচা লঙ্কার দাম লাগামছাড়া। কোথাও ৩০০ কোথাও ৩৫০ কোথাও আবার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কার দামে চোখ জল আম আদমির। শুধু কাঁচা লঙ্কাই নয়, টমেটো, আদা, বেগুন, উচ্চে, করোলা-সহ সব শাক সবজির দাম হু-হু করে বাড়ছে। শাক সবজির দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে নবান্নে। টাস্ক ফোর্সের সেই বৈঠকে শাক সবজির দাম কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেব্যাপারে আলোচনাও হয়েছে।

আরও পড়ুন: France: ৫ দিন ধরে জ্বলছে ফ্রান্স, মেয়রের বাড়িতে আগুন বিক্ষোভকারীদের , ১৩০০-এর বেশি গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest