India requests Pakistan to let Srinagar-Sharjah flight use its airspace

India-Pakistan: পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমান চলাচলের অনুরোধ জানাল ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সাধারণ মানুষের কথা ভেবে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের জন্য কূটনৈতিক মাধ্যমে প্রতিবেশী দেশটিকে অনুরোধ জানাল ভারত ৷ মঙ্গলবার শ্রীনগর-শারজাগামী একটি ভারতীয় বিমানকে তাদের আকাশপথ দিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পাকিস্তান ৷ তারপর ভারতের তরফে এই পদক্ষেপ ৷

মঙ্গলবার ‘গো ফার্স্ট’-এর শ্রীনগর-শারজাগামী বিমানকে পাকিস্তান তার আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় বিমানটিকে গুজরাতের উপর দিয়ে অনেকটা ঘুরে আরব আমিরশাহীর (United Arab Emirates) শহরটিতে পৌঁছাতে হয় ৷ ‘গো ফার্স্ট’ (Go First) এর আগে ‘গোএয়ার’ (GoAir) নামে পরিচিত ছিল ৷ 23 অক্টোবর এই সংস্থা শ্রীনগর থেকে শারজার মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করে ৷ গত মাসে জম্মু-কাশ্মীর সফরে গিয়ে এর উদ্বোধন করেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

আধিকারিক সূত্রে জানা গিয়েছে, 31 অক্টোবর পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল ৷ শ্রীনগর-শারজা-শ্রীনগর বিমান দিব্য পাকিস্তানের আকাশপথ দিয়ে যাওয়া আসা করছিল ৷ হঠাৎ এমন সিদ্ধান্ত কেন, তা স্পষ্ট করে জানায়নি ইমরান খান সরকার ৷

মঙ্গলবার পাকিস্তান বিমানটিকে বাধা দেওয়ায় গুজরাতের উপর দিয়ে ঘুরপথে যেতে হয় ৷ এতে শারজা পৌঁছাতে এবং সেখান থেকে ফিরতে 40 মিনিট অতিরিক্ত সময় লেগে যায় ৷ আর ঘুরে যাওয়া মানে বেশি জ্বালানি খরচ হওয়া ৷ এর সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের উপর, কারণ তাতে টিকিটের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ তাই হয় ‘নন-স্টপ’ (non-stop) সার্ভিসকে ‘ওয়ান-স্টপ’ (one-stop) সার্ভিসে পরিণত করতে হবে, নতুবা বেশি টাকা খরচ করতে হবে ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে কূটনৈতিক মাধ্যমে পাকিস্তানকে বিমান চলাচলে ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত ৷ বহু মানুষ ইতিমধ্যে এই বিমানের টিকিট কেটে ফেলেছে ৷ সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে 4 দিন এই বিমান চলাচল করে ৷
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest