Site icon The News Nest

India-Pakistan: পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমান চলাচলের অনুরোধ জানাল ভারত

goair 1620989136

সাধারণ মানুষের কথা ভেবে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের জন্য কূটনৈতিক মাধ্যমে প্রতিবেশী দেশটিকে অনুরোধ জানাল ভারত ৷ মঙ্গলবার শ্রীনগর-শারজাগামী একটি ভারতীয় বিমানকে তাদের আকাশপথ দিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পাকিস্তান ৷ তারপর ভারতের তরফে এই পদক্ষেপ ৷

মঙ্গলবার ‘গো ফার্স্ট’-এর শ্রীনগর-শারজাগামী বিমানকে পাকিস্তান তার আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় বিমানটিকে গুজরাতের উপর দিয়ে অনেকটা ঘুরে আরব আমিরশাহীর (United Arab Emirates) শহরটিতে পৌঁছাতে হয় ৷ ‘গো ফার্স্ট’ (Go First) এর আগে ‘গোএয়ার’ (GoAir) নামে পরিচিত ছিল ৷ 23 অক্টোবর এই সংস্থা শ্রীনগর থেকে শারজার মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করে ৷ গত মাসে জম্মু-কাশ্মীর সফরে গিয়ে এর উদ্বোধন করেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

আধিকারিক সূত্রে জানা গিয়েছে, 31 অক্টোবর পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল ৷ শ্রীনগর-শারজা-শ্রীনগর বিমান দিব্য পাকিস্তানের আকাশপথ দিয়ে যাওয়া আসা করছিল ৷ হঠাৎ এমন সিদ্ধান্ত কেন, তা স্পষ্ট করে জানায়নি ইমরান খান সরকার ৷

মঙ্গলবার পাকিস্তান বিমানটিকে বাধা দেওয়ায় গুজরাতের উপর দিয়ে ঘুরপথে যেতে হয় ৷ এতে শারজা পৌঁছাতে এবং সেখান থেকে ফিরতে 40 মিনিট অতিরিক্ত সময় লেগে যায় ৷ আর ঘুরে যাওয়া মানে বেশি জ্বালানি খরচ হওয়া ৷ এর সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের উপর, কারণ তাতে টিকিটের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ তাই হয় ‘নন-স্টপ’ (non-stop) সার্ভিসকে ‘ওয়ান-স্টপ’ (one-stop) সার্ভিসে পরিণত করতে হবে, নতুবা বেশি টাকা খরচ করতে হবে ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে কূটনৈতিক মাধ্যমে পাকিস্তানকে বিমান চলাচলে ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত ৷ বহু মানুষ ইতিমধ্যে এই বিমানের টিকিট কেটে ফেলেছে ৷ সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে 4 দিন এই বিমান চলাচল করে ৷
Exit mobile version