Italy: Gondolas In Venice Sit Still On Mud As Low Tides, No Rain Leave Canals Dry

Italy: ভেনিসের খালে জল নেই, চরায় আটকে পর পর গন্ডোলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জল কমছে ভেনিসের ক্যানালে। যার জেরে সমস্যায় পড়েছেন গন্ডোলা, ওয়াটার ট্যাক্সির চালক থেকে পর্যটক।

শীত যত বাড়ছে, কপালের ভাঁজ ততই চওড়া হচ্ছে ভেনিসের গন্ডোলা ব্যবসায়ীদের। কারণ, ঠান্ডার সঙ্গেই খালে পাল্লা দিয়ে নামছে জলস্তর। একই সঙ্গে মনখারাপ পর্যটকদেরও। কারণ, জল শুকিয়ে গেলে গন্ডোলা চালানো সোনার পাথরবাটির নামান্তর!  তবে ভেনিসের বড় বড় খালগুলিতে এখনও কোনও রকমে জলের জোগান স্বাভাবিক রাখা হচ্ছে। সেখানেই গন্ডোলায় চড়ে মজা লুটছেন দুনিয়ার পর্যটকেরা। তবে, শহরের অপেক্ষাকৃত ছোট খালগুলির অবস্থা বেজায় সঙ্গীন। সেখানে জল শুকিয়ে কাদা বেরিয়ে এসেছে। সেই কাদায় আটকে পড়ে আছে একের পর এক গন্ডোলা। জল না ওঠা পর্যন্ত যার নড়ার সম্ভাবনা নেই।

গত বছরে খরার জেরে প্রচন্ড সমস্যায় পড়েছিলেন সে দেশের মানুষ। আবহাওয়ার পরিবর্তনেই মূলত এই সমস্যা বলে জানা গেছে। ইতালির সব থেকে বড় নদী ‘পো’। যা উত্তর পশ্চিমের আল্পস থেকে আড্রিয়াটিক পর্যন্ত চলে গেছে। তাতে স্বাভাবিকের তুলনায় প্রায় ৬১ শতাংশ জল কম রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: Syria Earthquake: মৃতের সংখ্যা ২১ হাজার পার! ধ্বংসস্তূপে জন্মানো শিশুকন্যাকে দত্তক নিতে চেয়ে হাজার আবেদন!

গত বছরের জুলাইতে খরার জেরে পো নদীর পার্শস্থ অঞ্চলগুলিতে এমার্জেন্সী ঘোষনা করা হয়েছিল ইতালি সরকারের তরফে। পো এর পার্শ্বস্থ অঞ্চল পৃথিবীর তৃতীয় বৃহত্তম কৃষিক্ষেত্র এলাকা এবং  বিগত ৭০ বছরের মধ্যে গত বছরে সবথেকে বেশি খরার সম্মুখীন হয়েছিল এই অঞ্চল।

আরও পড়ুন: Turkey Earthquake: ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্কে, মৃত কমপক্ষে ৩, আহত অন্তত ২০০

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest