Site icon The News Nest

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি Amazon-কর্তা Jeff Bezos, সম্পত্তির মূল্য ১,৫৬,৯৮,৯৭,০০,০০,০০০ টাকা, গুনতে পারবেন ?

BEJOS

ইতিমধ্যে বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় সবার প্রথমে স্থান দখল করে নিয়েছে Amazon-কর্তা জেফ বোজোস (Jeff Bezos)। গতকাল অর্থাৎ মঙ্গলবার তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২১১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৫৬,৯৮,৯৭,০০,০০,০০০.০০ টাকা। মূলত গতকাল Amazon-এর প্রতিদ্বন্দ্বী সংস্থা Microsoft-এর সঙ্গে ক্লাউড কম্পিউটিংয়ের একটি চুক্তি বাতিল করে পেন্টাগন (Pentagon)। আর সে কারণে Amazon-এর শেয়ার ৪.৭ শতাংশ বৃদ্ধি পায়। আর তাতেই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হন জেফ বোজেস। এই তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স (Bloomberg Billionaires Inde)।

আরও পড়ুন : Dilip Kumar : ছেড়ে গিয়েও ফিরে এসেছিলেন সায়রার কাছে, জেনে নিন সেই ম্যাজিকাল লাভ স্টোরি

এর আগে জানুয়ারি মাসে একটি র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছিল ব্লুমবার্গ। সেই ব়্যাঙ্কিং অনুযায়ী Tesla-কর্তা এলন মাস্ক (Elon Musk) ছিলেন এক নম্বরে। সেই তথ্য অনুযায়ী এলন মাস্কের সম্পত্তির পরিমাণ ছিল ২১০ বিলিয়ন ডলার। এর পরেই ছিলেন Amazon-কর্তা। এর পর মার্চ মাসের মাঝামাঝি সময়ে Amazon-এর শেয়ারের পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিগত কয়েক মাসে স্টকের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকটা লাভের মুখ দেখেছে প্রযুক্তি সংস্থাগুলির কর্তারা। তার মধ্যেই রয়েছেন Tesla-কর্তা এলন মাস্ক। গতকাল ব্লুমবার্গ যে ব়্যাঙ্কিং প্রকাশ করেছে সেখানেও জেফ বেজোসের পর দ্বিতীয় স্থানে রয়েছেন মাস্ক। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১৮০.৮ বিলিয়ন ডলার। এর পরেই তৃতীয় স্থানে রয়েছে বার্নার্ড আরনল্ট (Bernard Arnault)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬৮.৫ বিলিয়ন ডলার।

চলতি সপ্তাহের সোমবার Amazon-এর চিফ একজিকিউটিভ অফিসারের পদ থেকে সরে দাঁড়ান ৫৭ বছর বয়সি জেফ বেজোস। তবে সংস্থার চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। প্রায় ২৭ বছর Amazon-এ রয়েছেন জেফ বেজোস। বর্তমানে তাঁর কাছে সংস্থার প্রায় ১১ শতাংশ শেয়ার রয়েছে।চিফ একজিকিউটিভ অফিসারের পদ ছাড়ার পর হলিউড তারকা ডোয়েন জনসনের (Dwayne Johnson) সঙ্গে একটি ছবি নিজের Instagram-এ শেয়ার করেছেন বেজোস।

এরপর কি করবেন বেজোস ?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বেজোস৷ দ্য রক খ্যাত অভিনেতা ডোয়াইন জনসনের হাত তার কাঁধে৷ পটভূমিতে শান্ত সমুদ্র ও নীল আকাশ৷ পোস্টটিতে তিনি অ্যামাজন স্টুডিওর জন্য নতুন সিনেমার চুক্তির ঘোষণা দেন৷

৫৭ বছর বয়সি বেজোস এর ব্যবসা আর আগ্রহ শুধু ই কমার্স প্লাটফর্ম নিয়েই নয়৷ বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভক্ত এই ধনকুবের সম্প্রতি ভাইকে নিয়ে মহাকাশ ভ্রমণে যাওয়ারও ঘোষণা দিয়েছেন ইনস্টাতে৷ কয়েক বছর আগেই তিনি প্রতিষ্ঠা করেছেন মহাকাশ পর্যটন কোম্পানি ব্লু অরিজিন৷ ২০ জুলাই সেটি প্রথম ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে আরেক প্রতিদ্বন্দ্বী রিচার্ড ব্রেনসনের ভার্জিন গ্যালকটিকের দুই সপ্তাহ পরেই৷

ইনস্টাগ্রামে পোস্ট করা আরেক ছবিতে বেজোসকে অ্যামাজনের মালিকানাধীন স্টার্টআপ রিভিয়ান এর ইলেকট্রিক পিক আপ ট্রাক এর হুইল হাতে দেখা গেছে৷ তবে ইনস্টাতে ফুটবল মাঠের সমান বড় তার কেনা ইয়টের ছবিটি অবশ্য এখনও উঠেনি৷

বিলাসবহুল জীবন উপভোগের পাশাপাশি বেজোস তার দাতব্য কাজেও আগের চেয়ে বেশি মনযোগী হয়েছেন৷ সেই কাজের অংশ হিসেবে বিভিন্ন সরকারি লোকজনের সঙ্গে তোলা ছবিও পোস্ট করে চলছেন৷ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে আলাপ কিংবা ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলির সঙ্গে গৃহহীনদের আশ্রয়স্থলে ঘোরার ছবিও মেলে৷

কেটি পেরি, লিল নাস এক্স, লিজোর মতো সংগীত তারকাদের সঙ্গেও সময়টা ভালোই উপভোগ করে চলছেন এই বিজনেস ও টেক টাইকুন৷ সুপার বল ২০২০ এর আয়োজন থেকে লিজোর সাথে তোলা ছবি পোস্ট দিয়ে তিনি লিখেন, ‘‘মাত্রই ডিএনএ টেস্ট করালাম, ফলাফল আমি লিজোর শতভাগ বড় ফ্যান৷’’

এপ্রিলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে বেজোস জানিয়েছেন তিনি নির্বাহী চেয়ারম্যানের পদে আরো বেশি মনযোগী হবেন এবং অ্যামাজনকে কাজের ক্ষেত্র হিসেবে আরো উন্নত করে তুলবেন৷ এরিমধ্যে প্রধান নির্বাহীর দায়িত্বটি তুলে দিয়েছেন অ্যামাজনের সাবেক ক্লাউড কম্পিউটিং প্রধান অ্যান্ডি জেসির হাতে৷ তবে ‘সাইডলাইন’ থেকে বেজোস কতটা দায়িত্ব পালন করবেন সেটি পরিস্কার না হলেও কী করে সময় কাটাচ্ছেন বেজোস তা জানতে ইনস্টাগ্রামে চোখ রাখলেও চলবে৷

আরও পড়ুন : Sanatan Ray Chaudhuri: ব্রিকস সম্মেলনে মোদীর পাশে ‘কূটনীতিক’ সনাতন! হতবাক গোয়েন্দারা

Exit mobile version