টিকা নিলে বিয়ার ফ্রি, ঘোষণা বাইডেনের

আমেরিকার প্রাপ্তবয়স্কদের মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ করোনার টিকা পেয়েছেন এবং আমেরিকার ১৩ কোটি ৩৬ লাখ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে। কিন্তু দেশটিতে টিকা নেয়ার দৈনিক হার কমেছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনামুক্ত দেশ গড়তে একমাত্র ভরসা ‘ভ্যাকসিন’। কিন্তু ভয় এবং পর্যাপ্ত সচেতনতার অভাবে টিকা নিতে এগিয়ে আসছেন না অনেকে। এবার তরুণ প্রজন্মকে টিকা নিতে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ঘোষণা করেছেন টিকা নিলেই বিনামূল্যে এক বোতল বিয়ার পাবেন প্রাপ্ত বয়স্করা।

আগামী ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। তার আগে দেশের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্কদের টিকাকরণের লক্ষ্যমাত্রা স্থির করেছে আমেরিকা। গোটা জুন মাসকেই ‘মান্থ অব অ্যাকশন’ বলে ঘোষণা করেছেন বাইডেন। চলতি মাসেই অধিক সংখ্যক মানুষকে টিকা দেয়ার জন্য একাধিক অফার দেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এমনকী, টিকা নিতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হচ্ছে ‘ক্যাশ প্রাইজ’-ও।

আরও পড়ুন : অবসান হচ্ছে নেতানিয়াহুর শাসন,ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনও আরব দল সরকারের অংশ হতে চলেছে

এখনও পর্যন্ত আমেরিকার প্রাপ্তবয়স্কদের মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ করোনার টিকা পেয়েছেন এবং আমেরিকার ১৩ কোটি ৩৬ লাখ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে। কিন্তু দেশটিতে টিকা নেয়ার দৈনিক হার কমেছে।

এ বিষয়ে হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, ‘আমরা যত বেশি লোককে টিকা প্রদান করব, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা তত বেশি সাফল্য পাব।’ তিনি আশাপ্রকাশ করে বলেন, আরও টিকা দেয়ার মাধ্যমে আমেরিকা শীঘ্রই ‘স্বাধীনতার একটি গ্রীষ্ম, আনন্দের একটি গ্রীষ্ম, সবাই একসাথে মিলিত হওয়া এবং উদযাপনের গ্রীষ্ম’ অনুভব করবে। এটি হবে সকল আমেরিকানের গ্রীষ্ম।’

এপ্রিল মাসে আমেরিকাতে দৈনিক টিকা নিচ্ছিলেন ৮ লাখ সাধারণ মানুষ। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লাখে। ফলে আমেরিকার স্বাধীনতা দিবসের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতেই বিয়ার বিতরণের উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নিয়ে দোলাচলের মধ্যে ইসরায়েলে নতুন প্রেসিডেন্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest